নজরে জ্ঞানবন্ত সিং! তলব করল CBI

নজরে জ্ঞানবন্ত সিং! তলব করল CBI

কলকাতা: কয়লা কাণ্ডের তদন্তের প্রেক্ষিতে এবার তলব করা হল জ্ঞানবন্ত সিংকে। তাঁকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী ৪ মে তাঁকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে আইপিএস অফিসারকে। 

কেন জ্ঞানবন্ত সিংকে তলব করা হয়েছে সেই ব্যাপারে সিবিআই জানিয়েছে, কয়লা কাণ্ডের তদন্তে প্রেক্ষিতে তারা জানতে পেরেছেন যে পাচারকারীদের সঙ্গে যোগাযোগ ছিল এই আইপিএস অফিসারের! সেই প্রেক্ষিতেই তাঁকে তলব করা হয়েছে আগামী মঙ্গলবার। পাচারকারীদের টাকা পৌঁছে ছিল কিনা সেই ব্যাপারে জানতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, কয়লা কাণ্ডের মামলার প্রেক্ষিতে সাক্ষীরা বয়ান দিয়েছে জ্ঞানবন্ত সিংয়ের বিরুদ্ধে। সিবিআই মনে করছে, পাচারকারীদের সঙ্গে যেহেতু তাঁর যোগাযোগ থাকার সম্ভাবনা রয়েছে সেহেতু, তাঁর মারফত টাকা একাধিক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বদের কাছে পৌঁছে যেত। এর আগে একাধিক আইপিএস অফিসাকে তলব করেছে সিবিআই। 

কয়লা এবং গরু পাচার কাণ্ড নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বিজেপি গোষ্ঠী। সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, কয়লা কেলেঙ্কারির ৯০০ কোটি টাকা তৃণমূল নেতাদের কাছে রয়েছে! এদিকে একের পর এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত দিনের পর দিন আরো পরিস্থিতি উত্তেজক করে তুলছে। এই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, “কয়লা আসলে কেন্দ্রীয় সরকারের অধীনে পড়ে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদারকিতে থাকে। যদি বিজেপি মনে করে তৃণমূল কংগ্রেস নেতারা তার থেকে টাকা পেয়েছে তাহলে কেন্দ্রীয় সরকার কেন তদন্ত করে আসল কালপ্রিটদের ধরতে পারছে না?” একইসঙ্গে তিনি আরো বলেন, “আরও বড় হাস্যকর ব্যাপার এই, বিজেপি, কয়লা মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রক নাকি তৃণমূল নেতাদের নির্দেশ ফলো করছে নিজেদের বস (মোদী-শাহের) নির্দেশ ফলো না করে! কাকে বোকা বানাচ্ছ বিজেপি?” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =