কলকাতা: সারদা কাণ্ডে তদন্তে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলের দুই কর্তা রাজীব কুমার ও অর্ণব ঘোষের বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ উঠেছিল। রাজীব কুমারকে আগেই বেশ কয়েকবার তলব করেছে সিবিআই। কিন্তু রাজীব কুমার যাননি। সূত্রের খবর, এবার তলব করা হল মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ চার পুলিশ কর্তাকে। শীঘ্রই তাঁদের তদন্তকারীদের সঙ্গে দেখা করতে বলা হবে। সারদা মামলায় কয়েকজন আইপিএস অফিসারকে জেরা করতে চায় সিবিআই। এবিষয়ে মেইল করা হয়েছে রাজ্যের ডিজিপি বীরেন্দ্রকে। অর্ণব ঘোষসহ অন্যান্যরা তদন্তকারীদের ডাকে সাড়া দেন কি না সেটাই দেখার।
