Aajbikel

‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ মামলায় এবার মহুয়ার প্রাক্তন বান্ধব জয়কে ডেকে পাঠাল CBI

 | 
মহুয়া

নয়াদিল্লি: ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাইকে এবার ডেকে পাঠাল সিবিআই। আগামী বৃহস্পতিবার দুপুর ২টোয় সময় লোদী রোডের সিবিআই দফতরে আসতে বলা হয়েছে জয়কে৷ দেহাদ্রাইকে পাঠানো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে তিনি যেন যাবতীয় তথ্যপ্রমাণ সঙ্গে নিয়ে আসেন৷ জানা গিয়েছে, মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্তের জন্যই এই তলব। 

মহুয়ার প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাইয়ের নাম করে সংসদে বোমা ফাটিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে তিনি অভিযোগ করেছিলেন যে, ‘টাকার বিনিময়ে’ সংসদে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র। এই অভিযোগ সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। দুবে জানান, দেহাদ্রাই তাঁকে একটি চিঠি পাঠিয়েছেন৷ সেই চিঠির উপর ভিত্তি করেই তিনি এই অভিযোগ জানাচ্ছেন৷ সব পক্ষের সঙ্গে কথা বলার পর লোকসভার এথিক্স কমিটি মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করে৷ এর পরেই তৃণমূল সাংসদকে বহিষ্কার করেন ওম বিড়লা৷ 

Around The Web

Trending News

You May like