ধরে ধরে SSC-র ‘অযোগ্য’দের ডাকা শুরু CBI-এর, ফের কোনও রাঘব বোয়ালের সন্ধান মিলবে নাতো?

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে এখনও পর্যন্ত চাকরি বহাল রয়েছে রাজ্যের ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর৷ এই মামলায় ‘যোগ্য’-‘অযোগ্য’ খুঁজে বার করাটা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে…

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে এখনও পর্যন্ত চাকরি বহাল রয়েছে রাজ্যের ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর৷ এই মামলায় ‘যোগ্য’-‘অযোগ্য’ খুঁজে বার করাটা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে শীর্ষ আদালত৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার ‘অযোগ্য’ শিক্ষকদের  তলব করা শুরু করল সিবিআই। তাঁদের কাছে জানতে চাওয়া হচ্ছে, ‘কোথাও নাম না থাকা সত্ত্বেও কী ভাবে চাকরি পেলেন?’, ‘কাকে টাকা দিলেন?’, পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন সংক্রান্ত নথি-সহ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে তাঁদের৷ হাই কোর্টের রায়কে সামনে রেখেই  সিবিআইয়ের এই তলব।  ‘অযোগ্য’দের তলবের মাঝেই উঠে আসবে না তো আরও কোনও বড় রাঘব বোয়ালের নাম?

 

তালিকা ধরে ধরে প্রায় ৪,৩২৭ জন ‘অযোগ্য’কে নিজাম প্যালেসে ডাকা শুরু করেছে সিবিআই। অযোগ্য প্রার্থীদের মোট ৬টি তালিকা সিবিআইয়ের হাতে রয়েছে৷ প্রত্যেক তালিকা থেকেই ইতিমধ্যে বেশ কয়েকজনকে তলব করা হয়েছে৷ অনেকেই জানতে চাইছে, সিবিআইয়ের কাছে ওই তালিকা কোথা থেকে এল? সিবিআই সূত্রের খবর, ওএমআর যাচাইকারী সংস্থা নাইসার কাছ থেকে উদ্ধার হওয়া  হার্ড ডিস্ক থেকেই সাফ কারা কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন৷ কাদেরইববা ওএমআরে ম্যানুপুলেশন হয়েছে৷ এছাড়াও খোদ এসএসসি বহু প্রার্থীকে চিহ্নিত করেছে। সেই সব অযোগ্যদেরই ধরে ধরে তলব করতে শুরু করেছে সিবিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *