Aajbikel

প্রাথমিক নিয়োগ মামলায় অতিরিক্ত চার্জশিট দিল সিবিআই, কার কার নাম রয়েছে?

 | 
সিবিআই

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অতিরিক্ত চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে এই মামলায় একটি চার্জশিট দিয়েছিল। শুক্রবার আলিপুর সিজিএম কোর্টে দ্বিতীয় চার্জশিট পেশ করা হয়েছে। জানা গিয়েছে, ওই চার্জশিটে নাম রয়েছে কৌশিক মাঝি, পার্থ সেনের। সিবিআইয়ের প্রথম চার্জশিটে নাম ছিল তাপস সাহা, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের৷ অতিরিক্ত চার্জশিটে নাম থাকা কৌশিক মাঝি হল এস বসু রায় সংস্থার অংশীদার। ওই সংস্থাই চাকরির পরীক্ষার ওএমআর শিট (উত্তরপত্র) প্রস্তুত করত। আর পার্থ সেন ওই সংস্থারই কর্মচারী। 

Around The Web

Trending News

You May like