Aajbikel

নিয়োগ মামলায় CBI রিপোর্টে আরও কিছু প্রভাবশালী বিধায়ক-কাউন্সিলরের নাম, তাঁরা কারা?

 | 
অভিজিৎ

 কলকাতা:  নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই রিপোর্টে উঠে এল আরও কিছু প্রভাবশালী ব্যক্তিত্বের নাম। কেন্দ্রীয় সংস্থার আতস কাঁচে এবার বেশ কিছু বিধায়ক এবং কাউন্সিলর৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তাঁদের নাম উল্লেখ করে রিপোর্ট দিল সিবিআই। সোমবার মামলা চলাকালীন আদালতের প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় সংস্থা। সেই সময় একটি রিপোর্ট পড়তে শুরু করেন সিবিআই কৌঁসুলি৷ 

প্রথমে অবশ্য মুখ বন্ধ খামে ওই রিপোর্ট আদালতে জমা দিতে চেয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী৷ কিন্তু বিচারপতি বলেন, সকলের সামনে রিপোর্ট পড়তে৷ এজলাসে উপস্থিত সকলেই শুনুন এই রিপোর্টে কী বলা আছে, কাদের নাম উল্লেখ করা হয়েছে। এর পরেই সিবিআইয়ের আইনজীবী রিপোর্টটি পড়তেও শুরু করেন। কিন্তু, তিনি জীবনকৃষ্ণ সাহা, সুজয়কৃষ্ণ ভদ্রের নাম বলেই থেমে যান৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলেন, এই রিপোর্টে একাধিক মন্ত্রী-বিধায়কের নাম উল্লেখ করা হয়েছে। তাই আপাতত সেটি সকলের সামনে পড়া হচ্ছে না। যদিও এতদূর শুনেই বিচারপতির মন্তব্য, ‘এরা তো সব মহাপুরুষ।’ সিবিআইয়ের এই রিপোর্টকে সামনে নতুন করে নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার সিবিআই কৌঁসুলি ওই রিপোর্টের বাকি অংশ পড়তে পারেন আদালতে। নতুন করে উঠে আসতে পারে বিস্ফোরক তথ্য৷ 

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সিবিআই যে রিপোর্ট দিয়েছে, তাতে কুন্তল-মানিকের সঙ্গে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, ও বিধায়কের নাম সামনে চলে এসেছে। আশা করব মাননীয় বিচারপতি তদন্তকারী সংস্থাকে বাধ্য করবেন, তাঁদের হেফাজতে নিয়ে জেরা করতে। মানিক-কুন্তলের আসল বস কে, তা সামনে চলে আসবে।”

Around The Web

Trending News

You May like