কলকাতা: চিঠি পৌঁছতে সিবিআই অফিসে হাজিরা দিলেন সর্বভারতীয় তৃণমূলের সভাপতি সুব্রত বক্সী৷ সোমবার দুপুরে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন৷ বেলা সওয়া একটা পর্যন্ত খবর, তাঁকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷
কিন্তু কেন এই জেরা? বছর আটেক আগে মুখ্যমন্ত্রীর আঁকা ছবির একটি প্রদর্শনী হয়েছিল। জানা গিয়েছে, সেখানে বিভিন্ন ব্যক্তির সঙ্গেই ছবি ক্রেতাদের তালিকায় নাম রয়েছে বেআইনি অর্থলগ্নি সংস্থার একাধিক আধিকারিকদের। যেহেতু এই তিনজন নেতা দলের তরফে মুখপত্রের তহবিলের হিসেব রক্ষণাবেক্ষণ করেন, তাই তাঁদেরকেই ডেকেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ এছাড়াও দলের অ্যাকাউন্টে টাকার হিসাবও চাইতে পারেন তদন্তকারীরা৷ সিবিআই সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি করে যে টাকা তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র তহবিলে গিয়েছিল, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত তাঁকে জেরা শুরু করেছে সিবিআই৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বেশ কয়েক মাস ধরেই ছবি সংক্রান্ত তদন্তের জাল গোটাতে তৎপরতা শুরু করেছে সিবিআই আধিকারিকরা। এর মধ্যে একাধিকবার জেরা করেছেন ব্যবসায়ী শিবাজি পাঁজাকে। বেশ কয়েকজন পুলিশ আধিকারিককেও গোয়েন্দারা ডেকেছেন বলে খবর৷ তদন্তের গতি বাড়াতে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সচিব মানিক মজুমদারকে।