cbi
কলকাতা: মাস ঘুরলেই ফের শুরু হবে গরু পাচার মামলার শুনানি। তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে এক লক্ষ পাতার নথি পাঠাল সিবিআই। কেষ্ট ছাড়া আরও ১২ জন অভিযুক্তকর কাছে নথি পাঠানো হয়েছে বলেই কেন্দ্রী.য় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
২০২২ সালের অগাস্ট মাসে বীরভূমের বাড়ি থেকে সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল৷ প্রথমে আসানসোল সিবিআই আদালতে এই মামলা চললেও বর্তমানে অনুব্রতর ঠাঁই দিল্লির তিহাড় জেল৷ সেই সঙ্গে মামলাও স্থানান্তরিত হয়ে দিল্লিতে গিয়েছে৷