Aajbikel

স্কুলে গ্রুপ ডি নিয়োগের সুপারিশে ৫০ শতাংশই কারচুপি! আদালতে দাবি CBI-এর

 | 
হাইকোর্ট

কলকাতা:  শুক্রবার গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা সিবিআই৷ এদিন আদালতকে সিবিআই জানায়, গ্রুপ ডি নিয়োগের সুপারিশে ৫০ শতাংশ ক্ষেত্রেই কারচুপি হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গ্রুপ ডি পরীক্ষায় আরও ১২৭টি ব্ল্যাঙ্ক ওএমআর শিট পাওয়া গিয়েছে। সব মিলিয়ে ফাঁকা ওএমআর শিটের সংখ্যা ২২৭। সিবিআইয়ের দাবি মেনে আগামী সপ্তাহের মধ্যে ১২৭ জনের ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ পাশাপাশি এই মামলায় ইডিকেও যুক্ত করার নির্দেশও দিয়েছেন তিনি।

আরও পড়ুন- চাকরি চাইতে এসে বিপাকে প্রীতি, ৫০ হাজার টাকা জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়


গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সুপারিশের সংখ্যা এবং সাদা ওএমআর শিটের যে তথ্য জানানো হয়েছে, তাতে পার্থক্য রয়েছে। কমিশনের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল, তাতে বলা হয়, ১৯১১ জনকে সুপারিশ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ১৬৯০ জনের নাম প্যানেলে ছিল। তার মধ্যে ১২৫ জনে প্রার্থীর ওএমআর শিট পুরো সাদা। অন্যদিকে সিবিআইয়ের দাবি, ৪ হাজার ৪৮৭ জনকে নিয়োগের সুপারিশ করেছিল কমিশন। তার মধ্যে ২ হাজার ৮২৩ জনের সুপারিশেই কারচুপি করা হয়েছে৷ যা ৫০ শতাংশেরও বেশি।

Around The Web

Trending News

You May like