শাহজাহানকে হেফাজতে পাওয়ার পরই সন্দেশখালিতে CBI, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী

শাহজাহানকে হেফাজতে পাওয়ার পরই সন্দেশখালিতে CBI, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী

2e9de17359bdeea7141dfc2b32de6f30

কলকাতা: বুধবার সন্ধ্যায় সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখকে হাতে পেয়েছিল সিবিআই। তার পর আর বিন্দুমাত্র সময় নষ্ট নয়৷ সোজা শাহজাহানের খাসতালুক সন্দেশখালিতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে হানা দিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা৷ সেই ঘটনার তদন্ত করতে সিবিআই। সূত্রের খবর, শাহজাহানকে হেফাজতে পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাতের অন্ধকারে সন্দেশখালিতে পৌঁছয় সিবিআইয়ের একটি দল। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী৷ 

বুধবারই এই সংক্রান্ত মামলায় তিন তিনটি এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর মধ্যে দু’টি মামলাতেই অভিযুক্ত হিসাবে রয়েছে শাহজাহান শেখের নাম। এই দু’টি মামলার মধ্যে একটি দায়ের হয়েছিল ইডির অভিযোগের ভিত্তিতে। অন্যটি, স্বতঃপ্রণোদিত ভাবে দায়ের করা ন্যাজেট থানার এফআইআর-এর ভিত্তিতে৷ ইতিমধ্যেই পুলিশের কাছ থেকে তাদের করা অভিযোগ সংক্রান্ত নথিপত্র সিবিআই আধিকারিকরা সংগ্রহ করেছে বলে খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *