Aajbikel

পার্থ ‘ঘনিষ্ঠ’ আমলা সুকান্ত আচার্যের বাড়িতে সিবিআই তল্লাশি, কে এই আমলা?

 | 
পার্থ সুকান্ত

কলকাতা:  পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের বাড়িতে সিবিআই হানা। সরকারি আমলা সুকান্ত আচার্য এক সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দফতরে স্পেশ্যাল ডিউটি অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন। লক্ষ্মীবারে সাত সকালে তাঁর নিউ ব্যারাকপুরের জগদীশচন্দ্র রোডের বাড়ি ‘বৈকুণ্ঠে’ হাজির হন সিবিআই আধিকারিকেরা। সিআরপিএফ বাহিনী নিয়ে ঘিরে ফেলেছে তাঁর বাড়ি৷ ভিতরে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআইয়ের একটি বড় টিম৷ 


যদিও সুকান্তের বাড়িতে এই প্রথম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান নয়৷ এর আগে ইডি সুকান্তের বাড়িতে অভিযান চালিয়েছে।  গত বছর ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের আগের রাতেই সুকান্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এর আগে একাধিক বার  ইডির তলবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এবং সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন তিনি। এদিন সাতসকালে তাঁর বাড়িতে হাজির হল সিবিআই। সূত্রের খবর, পার্থকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য এসেছে সিবিআই-এর হাতে। সম্ভবত সেই তথ্য যাচাই করতেই বৈকুণ্ঠে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে আগেই দাবি করা হয়েছে, পার্থর প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্তর নজর এড়িয়ে কোনও ফাইলই যেত না। পার্থর টেবিলে তিনিই ফাইল সাজিয়ে দিতেন। সুকান্তর বিরুদ্ধে ইডি যে চার্জশিট দিয়েছে, তাতে বলা হয়েছে, শিক্ষা দফতরে চাকরি দেওয়ার নাম করে অযোগ্যদের ইন্টারভিউতে ডাকার ব্যবস্থা করা হত। যাঁদের নেতৃত্বে এই আয়োজন করা হত তার মধ্যে অন্যতম ছিলেন সুকান্ত। ১০৪ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটের ৭৫ নম্বর পাতায় বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ ইডির দাবি, মূলত টাকা নেওয়ার জন্যেই এই ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হত৷  মূলত পার্থের নির্দেশেই সেই ইন্টারভিউয়ের ব্যবস্থা করতেন মণীশ, সুকান্তের মতো আধিকারিকেরা।

Around The Web

Trending News

You May like