কলকাতা: কয়লাকাণ্ডে নয়া মোড়৷ এবার কয়লার কালিতে জড়াল আরও ২ রাজ্যের নাম৷ মধ্যপ্রদেশে ও উত্তরপ্রদেশের রয়েছে সিবিআইয়ের নজরে৷ এই দুটি রাজ্য এখন রয়েছে বিজেপির পরিচালিত সরকার৷ অন্যদিকে কয়লাকাণ্ডে তদন্তে নেমে লালাল ‘ডানহাত’ বলে পরিচিত বামপদ দে নামের এক ব্যক্তিকে জেরা শুরু করেছে সিবিআই৷ জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি প্রভাবশালীদের টাকা বণ্টনের কাজ করতেন৷ ধৃতকে জেরা শুরু করেছে সিবিআই৷
জানা গিয়েছে, কয়লাকাণ্ডে বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশের মোগলসরাই ও মধ্যপ্রদেশের চন্দরখেদির বেআইনি খাদানে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই৷ ভিন রাজ্যে কয়কাকাণ্ডের তদন্তে নেমে বেশ কয়েজন প্রভাবশালী ব্যবসায়ীর নাম রয়েছে সিবিআইয়ের তালিকায়৷
এর আগেও বাংলা-সহ ঝাড়খণ্ডের অভিযান চালিয়েছিল সিবিআই৷ এবার আরও দুই রাজ্য রয়েছে সিবিআইয়ের নজরে৷ কয়লাকাণ্ডে এই মুহূর্তে উত্তরপ্রদেশের মোঘলসরাই ও মধ্যপ্রদেশের চন্দরখেদিতে তল্লাশি শুরু করছে সিবিআই৷ এই দুটি জায়গায় প্রচুর বেআইনি খানি খাদান রয়েছে বলে অভিযোগ৷ এই খনি খাদান থেকে এই রাজ্যে কয়লা আসতো বলে অভিযোগ৷ কায়লাকাণ্ডে এবার জিএসটি ফাঁকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে৷
সূত্রের খবর, শিলিগুড়ি ও ডালখোলা হয়ে কয়লা ট্রাক ভিন্ রাজ্য থেকে ঢুকত৷ অভিযোগ, পুলিশের চেক পোস্টে টাকা দিলেই মিলত ছাড়পত্র৷ এই কাজে লিয়াজো দেখাশোনা করতেন বামপদ দে নামের এক ব্যক্তি৷ অভিযুক্তকে রাজসাক্ষী করা হতে পারে সিবিআই, খবর সূত্রের৷ আজ আসনাসল আদালতে ১৬৪ গোপন জবানবন্দির আবেদন করবে সিবিআই৷ এর আগে ব্যবসায়ী গণেশ বাগড়িয়ার ১৬৪ ধারায় গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল৷ তাঁকে দুবাই থেকে এনে গোপন জবানবন্দি নেয় সিবিআই৷ এই মুহূর্তে নিজামে জিজ্ঞাসাবাদ চলছে বামপদ দের৷ লালার ‘ডানহাত’ হিসেবে কাজ করতো এই অভিযুক্ত ব্যক্তি৷