কলকাতা: প্রাথমিক টেটে মামলায় শহরজুড়ে তল্লাশি সিবিআই-এর৷ প্রাথমিক শিক্ষ পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের যাদবপুরের দুটি বাড়িতে হানা দেন সিবিআই অফিসাররা৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও চলে তল্লাশি৷ তল্লাশি চালানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও৷
আরও পড়ুন- শিক্ষার পর এবার স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন করল হাই কোর্ট
এদিন মানিক ভট্টাচার্যের একটি বাড়িতে হানা দেয় ৯ জন সিবিআই অফিসার৷ প্রায় চার ঘণ্টা ধরে সেখানে রয়েছেন তাঁরা৷ অপর একটি বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই-এর একটি টিম৷ কিন্তু সেটি তালা বন্ধ থাকায় তাঁরা ওই বাড়িতে ফিরে আসেন৷ সিবিআই অফিসাররা জানান, গত এক মাস ধরে তাঁরা টেট দুর্নীতি মামলার তদন্ত করছেন৷ মোট ১৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে৷ বৃহস্পতিবার সকাল থেকে শহর জুড়ে ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করে সিবিআইয়ের ৫০-৬০ জনের দল৷
কলকাতা হাই কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু করে সিবিআই৷ আদালত তার নির্দেশে আরও জানিয়েছিল যে, প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের সেই নির্দেশ মেনেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন মানিক। তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়৷
এর আগে গত ২১ জুন টেট দুর্নীতি মামলার শুনানি চলাকালীন মানিককে দু’সপ্তাহের মধ্যে গোটা পরিবারের সম্পত্তির হিসাব আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। সেই মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>