কয়লা পাচার কাণ্ডে তৎপর CBI, হানা দিল CISF ও ECL-এর আধিকারিকের বাড়িতে

কয়লা পাচার কাণ্ডে তৎপর CBI, হানা দিল CISF ও ECL-এর আধিকারিকের বাড়িতে

কলকাতা: কয়লা পাচার কাণ্ডে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সকালে ছোট ছোট দলে ভাগ হয়ে রাজ্যের মোট চারটি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷  তল্লাশি চালানো হয় আসানসোলের ইসিএল-এর জেনারেল ম্যানেজারের বাড়ি এবং অফিসে৷  অন্যদিকে, ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে সিআইএসএফ-এর অফিসেও তল্লাশি শুরু করে সিবিআই অফিসাররা।  কয়লাকাণ্ডে এই প্রথম কোনও  সিআইএসএফ আধিকারিকের অফিস ও বাড়িতে তল্লাশি চালানো হল৷ 

আরও পড়ুন- সাংসদ পদ থেকে ইস্তফা অর্পিতার, কারণ জানিয়ে অভিষেককে চিঠিতে যা লিখলেন…

আজ সকাল থেকেই দুই জেলার চারটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে সিবিআই৷ ফারাক্কা এবং আসানসোলে চলছে এই তল্লাশি৷ সিবিআই সূত্রে খবর, সিআইএসএফ-এর এক আধিকারিক আনন্দ কুমার সিং একদা আসানসোলে পোস্টিং ছিলেন৷ এখন তিনি ফারাক্কা এনটিপিসি-তে রয়েছেন৷ আজ সকালে সেখানে সিআইএসএফ-এর কোয়ার্টারে পৌঁছন সিবিআই কর্তারা৷ ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে তাঁর অফিসেও রয়েছেন সিবিআই অফিসাররা৷ 

অন্যদিকে, আসানসোলের ইসিএলের জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিকের বাড়ি ও অফিসেও হানা দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডের চার্জশিটে তাঁর নাম রয়েছে৷ সেই সূত্র ধরেই আজ সকালে রানিগঞ্জের রানিসায়র মোড়ের অফিসে তল্লাশি অভিযান চালায় সিবিআই। পাশাপাশি তাঁর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ 

প্রসঙ্গত, কয়লা ও গরু পাচার কেলেঙ্কারির কিনারা করতে তদন্ত চালাচ্ছে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূল তদন্ত ভার সামলাচ্ছে সিবিআই৷ অন্যদিকে, এই দুর্নীতির আর্থিক তছরূপের দিকতে খতিয়ে দেখতে ইডি৷ কয়লা ও গরু পাচার কাণ্ডে যাঁদের যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের সকলের বাড়ি, অফিস এমনকী তাঁদের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও নজরে রেখেছে তদন্তকারী সংস্থা৷ নজরে রয়েছে ইসিএল-ও৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *