কলকাতা: সোমবার সকাল থেকেই শহর ও শহরতলীতে তল্লাশি অভিযানে নেমেছে ইডি ও সিবিআই৷ রানীকুঠি, সোদপুরের পর এবার বাগুইহাটিতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দারা। আজ চিটফান্ড কাণ্ডে বাগুইহাটির এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ব্যবসায়ীর নাম দীপঙ্কর হীরা৷ হালিশহরের পুরপ্রধান রাজু সাহানিকে জেরা করেই উঠে এসেছে এই দীপঙ্কর হীরার নাম৷ তেমনটাই সিবিআই সূত্রে খবর।
আরও পড়ুন- কোথায় যেত গরু পাচারের টাকা? জানতে বীরভূমের ৪ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তাদের ডাকল CBI
তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, রাজু সাহানির কাছ থেকে যে নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, সেটি আদতে এই ব্যবসায়ীর৷ ঝা চকচকে পাঁচতলা বাড়ির মালিক এই দীপঙ্কর হীরা। সেই বাড়ির পরতে পরতে রয়েছে আভিজাত্যের ছাপ। এই বাড়িতেই রয়েছে শাড়ির গোডাউন। রয়েছে অফিস ঘরও। ওই বাড়িতেই তল্লাশি চালাচ্ছেন সিবিআই-এর তদন্তকারীরা। তাঁর বাড়ি থেকে ঠিক কী কী উদ্ধার হয়েছে, তা অবশ্য এখনও জানা যায়নি।
রবিবার বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সুবোধের দক্ষিণদাঁড়ি, পাইকপাড়ার ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়৷ পরে তাঁর আপ্তসহায়ক ও দুই নিরাপত্তারক্ষীকে সিজিও কমপ্লেক্স নিয়ে আসে সিবিআই। জেরা করার পর রাতেই ছেড়ে দেওয়া হয় দুই নিরাপত্তারক্ষীকে।
অন্যদিকে, গরুপাচার মামলায় সিউড়ি এবং বোলপুরের ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার আধিকারিককে ডেকে পাঠিয়েছে সিবিআই। আজই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁদের। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।