কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য৷ এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করল সিবিআই৷ এফআইআর-এ উল্লেখ করা হয়েছে প্রাথমিক শিক্ষা দফতরের কর্মী চন্দন মণ্ডলের নাম৷ অভিযোগ, মোটা টাকার বিনিময়ে প্রভাব খাটিয়ে বেশ কিছু প্রার্থীকে প্রাথমিকে চাকরি দেওয়া হয়েছে৷ কিন্তু প্রশ্ন উঠেছে কে এই চন্দন মণ্ডল?
আরও পড়ুন- ‘পাপ করবে বিজেপি, কষ্ট করবে জনগণ?’ হিংসা নিয়ে কড়া টুইট মমতার
প্রাথমিকে শিক্ষক দুর্নীতি মামলায় বারবার উঠে এসেছে এই চন্দন মণ্ডলের নাম৷ ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন উপেন বিশ্বাস৷ সেখানে চলা হয় চাকরি বিক্রি হচ্ছে৷ উপেনের দাবি, এই চন্দনই টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন৷ এর পর থেকেই সকলের মনে একটাই প্রশ্ন কে এই চন্দন৷ সিবিআই-এর প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর উপেন বিশ্বাসের এই পোস্টটি করেন৷ ফলে এই পোস্ট একেবারে উপেক্ষা করা সম্ভব নয় বলেই জানিয়েছে আদালত৷ তাই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তাঁর পরিচয় জানতে চান৷ অভিযোগ, ৫০ হাজার টাকার বিনিময়ে তৃণমূলের সদস্য হয়েছিলেন চন্দন৷ পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে শাসকদলে যোগ দিয়েছিলেন৷ তাঁর কথায়, আগে চাকরি পাওয়ার জন্য ৪-৫ লক্ষ টাকা দিতে হত৷ এখন ১১ লক্ষ টাকা দিতে হয়৷ তিনি আরও বলেন, যে ঘুষ দেয় ও যে ঘুষ নেয় উভয়েই গোপনে কাজ করে৷ কোনও সাক্ষী রাখে না৷ এবার সেই চন্দনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল সিবিআই৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>