সরানো হল নারদ মামলার দায়িত্বপ্রাপ্ত CBI অফিসারকে

সরানো হল নারদ মামলার দায়িত্বপ্রাপ্ত CBI অফিসারকে

97770bdf612a4f7372cc9fcd54f6cce7

কলকাতা: নারদ, কলয়া ও গরু পাচারের দায়িত্বে থাকা সিবিআই অফিসার অখিলেশ সিংকে নতুন দায়িত্বে সরানো হল৷ সিবিআই এর দুর্নীতি দমন শাখা থেকে তাঁকে নিয়ে যাওয়া হল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে৷ এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করবেন তিনি৷ 

আরও পড়ুন- ‘কার কার বাবা-মাকে জন্ম দিয়েছিলাম?’ ‘দাদু’ সম্বোধনে ক্ষিপ্ত তথাগত, বিঁধলেন সায়নীকেও

এতদিন নিজাম প্যালেসের দুর্নীতি দমন শাখার প্রধান ছিলেন অখিলেশ সিং৷ নারদ থেকে শুরু করে কয়লা ও গরু পাচারের মতো গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব ভার সামলাচ্ছিলেন৷ সিবিআই সূত্রে খবর গতকাল রাতে তাঁকে দুর্নীতি দমন শাখা থেকে বদলি করা হয় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে৷ জানা যাচ্ছে, এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্ত করবেন তিনি৷ 

ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অফিসাররা রাজ্যে আসতে শুরু করেছেন৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার দায়িত্ব ভার হাতে তুলে নিয়েছে সিবিআই৷ গঠিত হয়েছে চারটি টিম৷ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চই ভোট পরবর্তী হিংসার তদন্ত করবে৷ সেক্ষেত্রে বাংলার অফিসাররাও তদন্তের সঙ্গে যুক্ত থাকবেন৷ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে হেড অফ ব্রাঞ্চ করেই পাঠানো হয়েছে অখিলেশ সিংকে৷ ভোট পরবর্তী হিংসার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি৷  আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে সিজিও কমপ্লেক্সে৷

আরও পড়ুন- ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ফর্মে নয়া বিধি, দুর্নীতি রুখতে আরও কড়া নবান্ন

গতকাল কাঁকুড়গাছিতে মৃত বিজেপি কর্মীর ভাই বিশ্বজিৎ সরকারকে নিয়ে আসা হয়েছিল৷ তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে৷ সিবিআই সূত্রে খবর, দুই-এক দিনের মধ্যেই এফআইআর দাখিল করা হবে৷ এফআইআর দায়েরের আগেই দুর্নীতি দমন শাখা থেকে অখিলেশ সিংকে নিয়ে আসা হল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে৷ জানা গিয়েছে, কলকাতাক যে চারটি সিবিআই টিম তদন্ত করবেন তাঁদের সঙ্গে এবং দিল্লির মধ্যে সংযোগ বজায় রাখবেন অখিলেশ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *