জেলে ঢোকার আগে কেঁদে ফেললেন ফিরহাদ! ‘মুকুল-শুভেন্দু ভালো’ খোঁচা মদনের!

জেলে ঢোকার আগে কেঁদে ফেললেন ফিরহাদ! ‘মুকুল-শুভেন্দু ভালো’ খোঁচা মদনের!

c869a32e4269c52a17daf4239d9f645a

 

কলকাতা: কার্যত লকডাউনের বাংলায় সোমবার সকাল থেকেই নাটকীয় ঘটনাপ্রবাহের শুরু৷ চূড়ান্ত ক্লাইম্যাক্স রাতে৷ গ্রেফতার, জামিন, জামিনে স্থগিতাদেশ, অতঃপর ঠিকানা প্রেসিডেন্সি জেল৷ নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে যাওয়ার আগে কেঁদে ফেললেন ফিরহাদ হাকিম৷ প্রতিক্রিয়া দিলেন শোভন-মদন৷

নারদকাণ্ডে তৃণমূল কংগ্রেসের তিন নেতা-মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও মদন মিত্র এবং প্রাক্তন মন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই৷ নিম্ন আদালতে জামিন মিললেও হাইকোর্টে স্থগিত হয়ে গিয়েছে জামিনের নির্দেশ৷ হাইকোর্টে নির্দেশে জামিনে স্থগিতাদেশ জারি হওয়ায় আজ রাত ১টা ১৫ নাগাদ নিজাম প্যালেস থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে৷ নিজাম প্যালেস ছাড়ার আগে আবেগপ্রবণ হয়ে ওঠেন ফিরহাদ৷

সংবাদমধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘‘আইন ব্যবস্থার উপর আমরা পূর্ণ আস্থা আছে৷ কিন্তু বুঝতে পারছি না, কার স্বার্থে আমাদের জামিন হল না৷ আমি এই অতিমারিতে মানুষকে বাঁচানোর চেষ্টা করেছিলাম৷ কিন্তু আমাকে কলকাতা বাঁচাতে দিন না৷’’ এরপরই গলা ভারী হয়ে আসে ফিরহাদের৷

নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে যাওয়ার পথে মদন মিত্র বলেন, ‘‘আমার স্ত্রী অসুস্থ৷ গভীর রাতে ৩০-৩৫ জন বাড়িতে ঢুকে জেরা করে৷ আমি যা বলার আগেই বলেছি৷ আর কিছু বলার নেই৷ তবে, আমরা খারাপ, আর মুকুল-শুভেন্দু ভালো, তাই তো?’’ শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্য, ‘‘আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কোনও অন্যায় করিনি৷ আমরা ডাকাত নই, বেডরুমে হানা দিয়েছে সিবিআই৷ এটা লজ্জার৷’’

আজ রাত দেড়টা নাগাদ বিশাল কনভয় করে চার নেতাকে  প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়৷ তার আগে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়৷ জেলা পাঠানোর আগে ৪ নেতাকে করানো হয় মেডিক্যাল পরীক্ষা৷ রাত ১টা ৩৪ মিনিটে প্রেসিডেন্সি জেলে প্রবেশ করেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়রা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *