ভোট পরবর্তী হিংসা: বাংলাকে চারটি জোনে ভাগ করে তদন্ত, তৎপর CBI

ভোট পরবর্তী হিংসা: বাংলাকে চারটি জোনে ভাগ করে তদন্ত, তৎপর CBI

কলকাতা:  ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-এর হাতে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলি খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টায় মধ্যেই অ্যাকশন প্ল্যান তৈরি করতে বসে যায় সিবিআই৷ জানা গিয়েছে এবার রাজ্যকে চারটি জোনে ভাগ করে তদন্ত করতে চলেছে সিবিআই টিম৷ প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার।   

আরও পড়ুন- অসুস্থতায় জেরবার, এখন দফতর বিহীন মন্ত্রী সাধন

উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতা এবং পশ্চিমাঞ্চল এই চারটি জোনের দায়িত্ব নিয়ে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার চারজন অফিসার আগামী সোমবারই রাজ্যে আসছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে সিবিআই ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে নথি জমা দিতে বলেছে। জানা গিয়েছে, রাজ্য পুলিশের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করা হবে তার ভিত্তিতে এফআইআর দায়ের করা হবে। সিবিআইয়ের রিপোর্ট বলছে, সবচেয়ে বেশি ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে বীরভূমে৷ এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে তুলনামূলক বেশি ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে৷ 

আরও পড়ুন- ‘পৃথক রাজ্য গঠনের দাবি অন্যায্য নয়’, বঙ্গ ভঙ্গের পক্ষে সওয়াল দিলীপের

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সরব হয় বিজেপি৷ রাজ্য সরকারের দিকে আহুল তোলেন রাজ্যপালও৷ মামলা গড়ায় আদালত৷ এর পরেই জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের নিয়ে বিশেষ টিম তৈরি করে তদন্তের নির্দেশ দেয়  কলকাতা হাই কোর্ট৷ বৃহস্পতিবার এই মামলার রায়দান করে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সুব্রত তালুকদারের বৃহত্তর বেঞ্চে৷ জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশকে কার্যত মান্যতা দিয়েই সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + five =