ছুঁচো কামড়ালে CBI তদন্ত? দিল্লিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত নয় কেন? প্রশ্ন মমতার

ছুঁচো কামড়ালে CBI তদন্ত? দিল্লিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত নয় কেন? প্রশ্ন মমতার

1dff637b1dd129f7e8e7aaf9098a8d5d

ইংরেজবাজার: দিল্লির হিংসার ঘটনায় এবার সরাসরি বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুপ্রিম কোর্টের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি মমতার৷ দিল্লির ‘গণহত্যা’র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত হোক, ওল্ড মালদহের সভা থেকে চরম বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

ওল্ড মালদহ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দিল্লিতে কোনদিন এমন ঘটনা ঘটেছে? পুরো গুজরাট মডেল৷ গুজরাটে যাওয়া হয়েছিল, তার পুনরাবৃত্তি হয়েছে৷ দিল্লিতে এই ঘটনা আমি দাঙ্গা বলতে রাজি নই৷ আমি মনে করি এটা গণহত্যা৷ জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে মেরে দিয়েছে৷ বাচ্চাগুলির সামনে তাঁর মাকে কেড়ে নিয়েছে৷ তার বাবাকে কেড়ে নিয়েছে৷ তার ভাইকে কেড়ে নিয়েছে৷ তার বোনকে কেড়ে নিয়েছে৷ আজও মানুষ জানে না কত? সংখ্যায় বলছে ৫০-৫৫৷ আমরা তো শুনছি অনেকে নিখোঁজ রয়েছে৷ কেউ জানে না, আর কেউ যাতে মনে না রাখে, করোনা বেরিয়েছে সবাই জানে৷ আমাদের বাংলায় যদিও এখনও একজনের হয়নি৷ আমরা চাই না হোক৷ আমরা চাই ওষুধ তৈরি হোক৷ এখন করোনা করোনা করে  আসল ঘটনা ভুলিয়ে দিতে চাইছে বিজেপি৷ যাতে লোকে প্রশ্ন না করে৷ এত লোক কী করে মারা গেল? এত লোক মারা গেল, তো বিচার কী হবে?’’

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেন, বাংলায় একটা ইঁদুর কামড়ালে সিবিআই তদন্ত চাই৷ একটা ইঁদুর যদি কামড়ায় সিবিআই তদন্ত চাই৷ একটা ছোট ছুঁচো যদি পশ্চাৎপদে আঘাত করে, সিবিআই তদন্ত চাই৷ আর এত লোককে খুন করার পরেও কোন এর বিচার বিভাগীয় তদন্ত হল না? সুপ্রিম কোর্টের নেতৃত্বে আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত হোক৷ আজ ওঁরা বাংলা নিয়ে তুলনা করছে৷ উত্তরপ্রদেশ দেখুন, আমার এখানে একটা মেয়ে অত্যাচারিত হলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিই৷ কোনও অত্যাচার হোক আমরা চাই না৷ আমরা ভাইদের অনুরোধ করব, বোনদের পাশে দাঁড়াবেন৷ কেউ অত্যাচারিত হলে রুখে দাঁড়াবেন৷ ভাইয়েরা হল বোনেদের সবথেকে বড় রক্ষক৷ এটা মাথায় রাখবেন৷ কোন অন্যায় না হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *