মিড ডে মিল ইস্যুতে সিবিআই তদন্তের সুপারিশ! বিস্ফোরক শুভেন্দু

মিড ডে মিল ইস্যুতে সিবিআই তদন্তের সুপারিশ! বিস্ফোরক শুভেন্দু

cbi

কলকাতা: রাজ্যের একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আছে এবং তা তদন্তও চলেছে। ওদিকে মিড ডে মিল নিয়েও নানা অভিযোগ বিগত কয়েক বছরে উঠেছে। এবার এই ইস্যুতে কার্যত কোমর বেঁধে নামলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। রাজ্যের মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের সুপারিশ হয়েছে বলে দাবি করেছেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই ইস্যুতে সিবিআই তদন্তের কথা জানান বলে সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

গোটা বাংলার বহু স্কুলে মিড ডে মিল দেওয়া হয়। ২০০৮ সালে চালু হওয়া ‘পিএম পোষণ শক্তি নির্মাণ’ প্রকল্পের আওতায় সরকারি এবং আধা সরকারি স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের একবেলা করে রান্না করা খাবার দেওয়া হয়। কিন্তু কিছু সময় ধরে লাগাতার এই মিড ডে মিল ইস্যুতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর অভিযোগের প্রেক্ষিতেই সিবিআই তদন্ত হতে চলেছে এই ইস্যুতে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গত ৫ জানুয়ারি তিনি এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীকে। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই সিবিআই তদন্ত। 

মনে রাখতে হবে, শুভেন্দু অধিকারী যে অভিযোগের কথা বলছেন তার প্রেক্ষিতেই গত জানুয়ারি মাসে রাজ্যে এসেছিল কেন্দ্রের প্রতিনিধিদল। মোট ২৬টি বিষয়ের ওপর মিড ডে মিলের মান যাচাই করেন তাঁরা। দিল্লি ফিরে রিপোর্ট জমা দেন। শুভেন্দুর দাবি, সেই রিপোর্টে রাজ্যে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *