Aajbikel

শুভেন্দু-সুজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে দেবযানীকে চাপ? CBI তদন্তের আর্জি হাই কোর্টে

 | 
শুভেন্দু দেবযানী

কলকাতা:  সারদা মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার জন্য চাপ দিয়েছিল সিআইডি৷  তাঁদের সারদার সাত কোটি টাকা দেওয়া হয়েছে, জেলে গিয়ে দেবযানী মুখোপাধ্যায়কে দিয়ে এমনটা বলাতে চেয়েছিলেন রাজ্য গোয়েন্দারা। এমনটাই দাবি করেছেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়৷ তাঁর দাবির ভিত্তিতে এ বার সিআইডির বিরুদ্ধে তদন্তের আবেদন জমা পড়ল কলকাতা হাই কোর্টে। মামলাকারীর আর্জি, রাজ্য গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। 

আরও পড়ুন-বিসিসিআই-সৌরভ ইস্যুতে হাইকোর্টে মামলাকারীকেই আর্থিক জরিমানা

এই বিষয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহেই এই আবেদনের ভিত্তিতে শুনানির সম্ভাবনা৷ 

গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে শর্বরী জানান, সিআইডি আধিকারিকরা দমদম জেলে গিয়ে তাঁর মেয়ে দেবযানীকে কার্যত হুমকি দিয়েছেন৷ তাঁকে দিয়ে বলাতে চাইছে, শুভেন্দু এবং সুজন দু’জনই সারদার টাকা নিয়েছিলেন। লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছিলেন শর্বরী৷ সেই চিঠির খবর প্রকাশ্যে আসার পরই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সিআইডি-র তরফে জানানো হয়, তাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হয়েছে।

এর আগেও এই বিষয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল৷ দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মামলা দায়ের করার অনুমতিও দিয়েছিলেন তাঁরা৷ 

Around The Web

Trending News

You May like