নতুন তথ্যের হদিশ, জেলে গিয়ে পার্থকে ৩ ঘণ্টা জেরা করল CBI

নতুন তথ্যের হদিশ, জেলে গিয়ে পার্থকে ৩ ঘণ্টা জেরা করল CBI

cbi

কলকাতা: আবার তাঁকে জেরা করতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই আর্জি মঞ্জুর হওয়ায় শুক্রবার জেলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা ধরে নিয়োগ কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারা জানিয়েছে, নিয়োগ তদন্তে নতুন কিছু তথ্য হাতে এসেছে। সেই ইস্যুতেই তারা পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে গিয়েছিল। 

সিবিআই ইতিমধ্যেই আদালতে দাবি করেছে, আসল ওএমআর শিট নষ্ট করার জন্যে তৈরি করা হয়েছিল বিশেষ কমিটি। একই সঙ্গে চাকরি প্রার্থীদের বয়স বাড়ানো হয়েছিল। তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় যুক্ত। এই প্রেক্ষিতে নতুন কিছু তথ্য তারা পেয়েছেন এবং তার জন্যই জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করার প্রয়োজন আছে বলেই জানিয়েছিল সিবিআই। আদালত তাদের সেই আবেদন গ্রহণ করে। সিবিআই জানিয়েছে, বেশ কিছু নতুন সম্পত্তির খোঁজ মিলেছে, অবসরের বয়স বৃদ্ধি নিয়েও দুর্নীতির সন্ধান পেয়েছেন তারা। 

১ বছরের বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি হয়ে আছেন। এর মাঝে একাধিকবার জামিনের আবেদন করলেও তিনি তা পাননি। সম্প্রতি জেল কর্তৃপক্ষের কাছে সর্বক্ষণের সহায়ক চেয়ে আবেদন করেছিলেন তিনি। যদিও আদালত সেই ব্যাপারেও কোনও ইতিবাচক নির্দেশ দেয়নি। আপাতত ২৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকছেন পার্থ চট্টোপাধ্যায়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + sixteen =