নারদকাণ্ডে প্রশ্নের মুখে CBI! ঠাণ্ডা ঘরে নারদ ভবিষ্যৎ!

নারদকাণ্ডে প্রশ্নের মুখে CBI! ঠাণ্ডা ঘরে নারদ ভবিষ্যৎ!

কলকাতা: নারদকাণ্ডে তদন্ত নিয়ে তৈরি হল চূড়ান্ত ধোঁয়াশা৷ নতুন নিয়োগের আগে নারদকাণ্ডে তদন্তকারী অফিসারকে পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে৷ নতুন কোনও নিয়োগ আগেই তদন্তকারী আধিকারিককে দিল্লিতে বদলির ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে নারদ তদন্ত৷ তদন্ত কে করবেন? এই নিয়ে শুরু হয়েছে তুমুল টানাপোড়েন৷

নতুন আইও নিয়োগের আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে তদন্তকারী আইওকে৷ আর এই নিয়ে নারদকাণ্ডে তদন্তের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে৷ এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, নারদকাণ্ডের তদন্ত করবেন কে? কোন তদন্তাকারীয অফিসাকে সরিয়ে দেওয়া হল? এর আগে নারদ তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে দিল্লিতে বদলি করে দেওয়া হয়৷ রঞ্জিত কুমার নারদের তদন্তকারী অধিকারী হিসেবে কাজ করছিলেন৷ যদিও তিনি এই বদলির নির্দেশের বিরুদ্ধে দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন৷ এই নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্ক৷

এবার সেই বিতর্ক আরও মাত্রা পেয়েছে৷ সিবিআই সূত্রে খবর, রঞ্জিত কুমারকে দিল্লিতে রিপোর্ট করতে বলা হয়েছে৷ নারদ তদন্ত থেকে তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছে৷ এতদিন তিনি ছিলেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের সদস্য৷ সেখান থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তাঁকে বলা হয়েছে, দ্রুত দিল্লির দপ্তরে রিপোর্ট করতে৷ 

কিন্তু দেখা যাচ্ছে, নতুন করে কোনও তদন্তকারী অফিসারকে নিয়োগ করা হয়নি৷ কিন্তু নিয়ম অনুযায়ী, কোন তদন্তকারী অফিসারকে বদলি করার আগে সেই তদন্তের জন্য নতুন আইও নিয়োগ করতে হয়৷ তিনিই গোটা বিষয়টি নেতৃত্ব দেন৷ কিন্তু এক্ষেত্রে কোনও নতুন অফিসে নিয়োগ না করে আগের অফিসারকে বদলি করা হয়েছে৷ আর এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *