সিবিআই এর নজরে সন্দীপ ঘোষ! আরজি কর কাণ্ডের নথি পৌঁছল সিজিও কমপ্লেক্সে

কলকাতা: আরজিকর কাণ্ডের কেস ডায়েরি হাতে নিল সিবিআই। হাইকোর্টের নির্দেশ পাওয়ার এক ঘন্টার মধ্যেই সিবিআই এর ৪ আধিকারিক পৌঁছান টালা থানায়। তারপর এই কেসের সমস্ত…

Picsart 24 08 13 21 56 12 225

কলকাতা: আরজিকর কাণ্ডের কেস ডায়েরি হাতে নিল সিবিআই।

হাইকোর্টের নির্দেশ পাওয়ার এক ঘন্টার মধ্যেই সিবিআই এর ৪ আধিকারিক পৌঁছান টালা থানায়। তারপর এই কেসের সমস্ত নথি নিয়ে তারা পৌঁছায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে। যদিও এখনো এই কেসের আসামি সঞ্জয় কে এখনো নিয়ে আসা হয়নি সিবিআই দফতরে।

বেসিক্যালি গোটা ঘটনার তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন, গত শুক্রবার আরজি কর হাসপাতালের তরফে স্থানীয় থানায় যখন খবর দেওয়া হল, তারপর থেকে স্থানীয় থানার তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়? এছাড়াও, সিবিআই আধিকারিকরা সব থেকে নজরে রেখেছেন, আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। গোটা দিনে তাঁর কী ভূমিকা ছিল এবং তিনি কখন কীভাবে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন এবং তদন্তে কতটা তাঁর ভূমিকা ছিল, সেই বিষয়টিও ভালোভাবে খতিয়ে দেখতে চাইছেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও, টালা থানা এবং আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিককে তদন্ত করতে গিয়ে সরিয়েছে লালবাজার। সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইছে সিবিআই। জানা গিয়েছে, খুব শীঘ্রই সঞ্জয় রায়কে লালবাজারের সিটের হাত থেকে নিজেদের হেফাজতে সিবিআই।