সাংবাদিক সুমনকে আরও একটি মামলা দিয়েছে সিবিআই, দাবি কুণাল ঘোষের

কলকাতা: সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে নতুন দাবি করলেন সারদাকাণ্ডে নাম জড়িত আরেক সাংবাদিক সাংসদ কুণাল ঘোষ৷ রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কুণাল৷ সেখানে তিনি উল্লেখ করেন, ‘‘দ্বিতীয় মামলায় বন্দি হলেন সুমন চট্টোপাধ্যায়৷’’ এই খবরকে ‘সূত্রের খবর’ বলেও তিনি দাবি করেন পোস্ট-এ৷ রবিবার, সকালে তিনি এই পোস্ট করেন ফেসবুকে৷ এই পোস্টে তিনি লিখেছেন, ‘সূত্রের

সাংবাদিক সুমনকে আরও একটি মামলা দিয়েছে সিবিআই, দাবি কুণাল ঘোষের

কলকাতা: সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে নতুন দাবি করলেন সারদাকাণ্ডে নাম জড়িত আরেক সাংবাদিক সাংসদ কুণাল ঘোষ৷ রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কুণাল৷ সেখানে তিনি উল্লেখ করেন, ‘‘দ্বিতীয় মামলায় বন্দি হলেন সুমন চট্টোপাধ্যায়৷’’ এই খবরকে ‘সূত্রের খবর’ বলেও তিনি দাবি করেন পোস্ট-এ৷

রবিবার, সকালে তিনি এই পোস্ট করেন ফেসবুকে৷ এই পোস্টে তিনি লিখেছেন, ‘সূত্রের খবর, এবার তাঁকে অন্য একটি চিট ফান্ড (সম্ভবত রোজ ভ্যালি) কেলেঙ্কারির মামলায় যুক্ত করা হয়েছে৷ কোর্টে তুলে ‘শোওন অ্যারেস্ট’ পদ্ধতিতে আপাতত নতুন করে সিবিআই হেপাজতে নেওয়া হয়েছে৷’

এ প্রসঙ্গে তিনি আরও উল্ল্যেখ করেন, ‘যেহেতু আমার বন্দিত্ব ও প্রতিবাদের সময় এই মহামহিম সুমন নিজের কলমে অকারণে আমাকে অপমান করে লিখেছিলেন, আমি তাই তাঁর বিষয়ে একটু তথ্য পরিবেশনে আগ্রহ পাচ্ছি৷’ তিনি আরও দাবি জানিয়ে বলেন, ‘কোনও এক ব্যক্তির একাধিক চিট ফান্ডের মামলায় বন্দিত্বে সুমনবাবু দ্বিতীয়৷ খবরটি আমি বিশেষ সূত্রে পেয়েছি৷ সিবিআই বা সুমনদা, কোনও পক্ষ থেকেই কনফার্ম করা সম্ভব হয়নি৷’ তবে এই পোস্টের ভুল কেউ ধরিয়ে দিলে, পোস্টটি সংশোধন করতে ও ভুল স্বীকার করতেও প্রস্তুত বলেই, এদিন পোস্টটিতে জানান তিনি৷

আইকোর মামলায়, ২০১৮-এর ২০ ডিসেম্বর সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তারপরেই ভুবনেশ্বরে সিবিআইয়ের স্পেশাল আদালতে তোলা হয় তাঁকে৷ বর্তমানে ভুবনেশ্বরের জেলেই রয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়৷ বারবার জামিনের আবেদন করেও তা নামঞ্জুর হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 3 =