BREAKING: পুজোর পর সারদা-মামলায় চূড়ান্ত চার্জশিট! CBI নজরে IPS-সহ বহু প্রভাবশালী

BREAKING: পুজোর পর সারদা-মামলায় চূড়ান্ত চার্জশিট! CBI নজরে IPS-সহ বহু প্রভাবশালী

285a4fe59b5f90db9704d60be33d3f4e

নয়াদিল্লি: আসছে পুজো৷ পুজো মিটলেই শুরু হয়ে যাবে বাংলার নির্বাচনী যুদ্ধের প্রস্তুতি৷ ইতিমধ্যেই ঘরোয়া প্রস্তুতি সেরে রেখেছে সমস্ত রাজনৈতিক দল৷ একুশে নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী যুদ্ধে ঝাঁপাতে মরিয়া তৃণমূল-বিজেপি, বাম কংগ্রেস৷ নির্বাচনী প্রস্তুতি পর্বের মধ্যেই রাজ্য ও কেন্দ্রের শাসক দলের অস্বস্তি বাড়িয়ে সারদাকাণ্ডে চূড়ান্ত পর্যায়ের চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই৷ দিল্লি সদর দফতর থেকে সবুজ সঙ্কেত মেলায় পুজোর আগে ৬ জন প্রভাবশালী নামে চার্জশিট পেশ করতে পারে সিবিআই৷ এছাড়াও সন্দেহের তালিকায় ১২ জনের নাম উঠে আসতে পারে বলে  সূত্রে খবর৷

 

দীর্ঘ প্রায় ৬ বছর পর চূড়ান্ত পর্যায়ে সারদা মামলায় চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই৷ সেখানে তৃণমূল-সহ বিজেপির নেতার নাম উঠে আসার সম্ভাবনা প্রবল হচ্ছে৷কেন্দ্র তদন্তকারী সংস্থার দাবি, দিল্লি সদর দফতর থেকে সবুজ সঙ্কেত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে৷ তার পরেই শুরু হয়েছে চূড়ান্ত চার্জশিট দাখিলের প্রস্তুতি৷

গত মাসে সিবিআরয়ের কলকাতার দফতর থেকে চার্জসিটের প্রস্তুত করা হয়৷ নামের তালিকা পাঠানো হয় সদর দফতরে৷ সেখান থেকে সবুজ মেলার পর চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু হয়েছে৷ সূত্রের খবর, সেই চার্জশিটে ৬ জনের নাম থাকতে পারে৷ ওই তালিকায় দিল্লির সবুজসংকেত মেলায় পুজোর আগেই খুব সম্ভবত সিবিআই চার্জশিটে পেশ করবে৷

সিবিআই সূত্রে খবর, এক বিজেপি নেতা ও আইপিএস অফিসারের নাম সাক্ষী হিসাবে থাকতে পারে৷ বেশ কয়েকজন পুলিশ অফিসারের নাম উল্লেখ করা হতে পারে৷ এছাড়াও বেশ কিছু প্রভাবশালীর নামও উঠে আসতে পারে৷ এক আইপিএস অফিসারের বিরুদ্ধেও থাকতে পারে চার্জশিট৷ সবকিছু ঠিকঠাক থাকলেই পুজোর পর নভেম্বর-ডিসেম্বর নাগাদ এই চার্জশিট দাখিল হতে পারে৷

এর আগে গতবছর জানুয়ারি নাগাদ সারদা মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দখিল করেসিবিআই৷ সারদাকর্তাকে সেবি ও অন্যান্য সরকারি সংস্থা থেকে বাঁচাতে নলিনী ১.৪৩ কোটি টাকা দিয়েছিলেন বলে অভিযোগ৷

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালে সারদা-মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই৷ ৩৯৩টি অভিযোগ সিবিআইয়ের কাছে পৌঁছায়৷ ৭৮টি অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে সিবিআই৷ দীর্ঘ প্রায় ৬ বছরে কয়েকটি চার্জশিটও পেশ করেছে সিবিআই৷ প্রথমে এই মামলা ছিল সিআইডির হাতে৷ ২০১৪ সালের ৯ মে ৫৭৮টি লগ্নি সংস্থার নয়ছয় সংক্রান্ত অভিযোগ সিবিআইকে দিয়েছিল৷ সারদার পাশাপাশি ৫৭৮টি মামলার মধ্যে ১৬৩টি অভিযোগের তদন্ত এখনও শেষ করতে পারেনি সিবিআই৷ ১০২টি অভিযোগে এফআইআর করার ভাবনা রয়েছে সিবিআইয়ের৷ ১০২টি মামলার মধ্যে ২০টি স্থানীয় থানায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়ে গিয়েছে বলে খবর৷ বাকি রয়েছে ৮২টি মামলা৷ চলতি বছর শেষে তা শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে সিবিআইয়ের৷ মূলত ছোট লগ্নি সংস্থার বিরুদ্ধে৷ কম করে হলেও ২০০ কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে সেখানে৷ -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *