cbi
কলকাতা: সোমবার কথা রাখতে পারেনি সিবিআই। মঙ্গলবারও পারল না। নিয়োগ মামলা সংক্রান্ত এক রিপোর্ট তাঁদের জমা দেওয়ার কথা ছিল ১০-১১ তারিখে। এই রিপোর্টকে তারা ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’-এর সঙ্গে তুলনাও করেছিল। বলা হয়েছিল, বিস্ফোরক কিছু তথ্য তারা প্রকাশ্যে আনবে। কিন্তু কোথাও কী? কোনও রিপোর্টই কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জমা পড়ল না। বুধবার রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা প্রবল।
বাংলার নিয়োগ মামলার তদন্তে নেমে যে দুর্নীতির খোঁজ পাওয়া গিয়েছে তা ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’-এর মতো বলেই দাবি করেছে সিবিআই। এই প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য ছিল, এর সমান, এত বড় দুর্নীতি হলে তা তো ভেঙে দিতেই হবে। সোমবার এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। কিন্তু সোমবার হাইকোর্টে কর্মবিরতি থাকায় সেই রিপোর্ট জমা দেওয়া হয়নি। মঙ্গলবার একটি সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করা হবে বলে জানিয়েছিল সিবিআই। কিন্তু আজও সেই রিপোর্ট জমা পড়েনি।
বিষয় হল, মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসই বসেনি। তাঁর এজলাসে চলা মামলাগুলি তাই এক দিনের জন্য বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানেও আজ এই মামলাটি শুনানির জন্য ওঠেনি। এবার এটাই দেখার বুধবার এই মামলার রিপোর্ট জমা পড়ে কিনা।