Aajbikel

ব্রেকিং: অবশেষে জামিন পেলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার চার শিক্ষক

 | 
আদালত

 কলকাতা:  নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার চার প্রাথমিক শিক্ষককে অবশেষে জামিন দিল সিবিআই আদালত৷  তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল আলিপুর কোর্ট। ১২ দিন হাজতবাসের পর শনিবার জামিন পেলেন তাঁরা।

অভিযুক্ত এই চার প্রাথমিক শিক্ষকই মুর্শিদাবাদ জেলার। তাঁদের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভযোগ রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় এই চার শিক্ষককে সাক্ষী হিসাবে দেখিয়েছিল সিবিআই। কিন্তু, তাতে অসন্তোষ প্রকাশ করে আদালত বলে, এঁদের সাক্ষী হিসাবে দেখানো হচ্ছে কেন? তাঁরাও একই অপরাধে অভিযুক্ত। তাঁদের অভিযুক্ত হিসাবেই দেখাতে হবে। এর পরেই তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

 

গত ৭ অগাস্ট নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের ওই চার শিক্ষককে সাক্ষী হিসেবে আদালতে হাজির করিয়েছিল সিবিআই। কিন্তু সিবিআই-এর উদ্দেশে বিচারক অর্পণ চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, এদের সাক্ষী হিসেবে আনা হয়েছে কেন? এরা তো সমান অভিযুক্ত।


২০১৪-র টেট নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই মামলায়তেই ওই চার জন শিক্ষককে  গ্রেফতারের নির্দেশ দেয় আদালত৷ এদিন সিবিআই-এর আইনজীবী আদালতে জানান, ধৃত শিক্ষকরা তদন্তে সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তারপরই তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক চট্টোপাধ্যায়।

চার শিক্ষক গ্রেফতার হওয়ার পরই আরও কয়েকজন শিক্ষককে নিজাম প্যালেসে সিবিআই দফতরে ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। তাঁদের বেশকিছু নথিও সঙ্গে করে আনতে বলা হয়েছিল। সেই মতোই নছি সহ সিবিআই দফতরে হাজিরা দেন তাঁরা। তবে তাঁদের কাউকেই গ্রেফতার করা হয়নি৷ 

Around The Web

Trending News

You May like