Aajbikel

পোস্টিং দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষকদের জেরা করবে CBI, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 | 
অভিজিৎ

কলকাতা: প্রাথমিক শিক্ষকদের পোস্টিং ‘দুর্নীতি’ মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই৷ নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা ৩৫০ জন প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও শুক্রবার নির্দেশ দিলেন তিনি৷ 

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, পোস্টিং ‘দুর্নীতি’র মাধ্যমে ওই শিক্ষকরা চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ৷ তাই তাঁদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই।

এর আগে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই পোস্টিং ‘দুর্নীতি’ মামলায় মানিক ভট্টাচার্যকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই-এর গোয়েন্দারা। বিচারপতির নির্দেশ ছিল, মানিককে জিজ্ঞাসাবাদের পর্ব ভিডিয়ো রেকর্ডিং করে আদালতে পেশ করতে হবে৷। হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এর পরই পোস্টিং মামলায় মানিককে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের ভিডিয়ো ফুটেজ পেশের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই মামলায় তদন্ত চালিয়ে যাবে  সিবিআই।

২০২০ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করেছিল রাজ্য সরকার। কিন্তু স্কুলে পোস্টিং পাওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেন বেশ কয়েক জন শিক্ষক৷ গত ২৫ জুলাই এই বিষয়ে সিবিআই, ইডির তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সে দিন রাতেই সিবিআই-কে জেলে গিয়ে মানিককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন তিনি৷ 

Around The Web

Trending News

You May like