পার্থর নাকতলার বাড়িই দুর্নীতির ঘাঁটি! ‘মিডলম্যান’দের সঙ্গে বৈঠকও হত, দাবি সিবিআইয়ের

পার্থর নাকতলার বাড়িই দুর্নীতির ঘাঁটি! ‘মিডলম্যান’দের সঙ্গে বৈঠকও হত, দাবি সিবিআইয়ের

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর বারংবার পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন যে তিনি নির্দোষ। দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এমনকি তিনি যে নিয়োগ কর্তা ছিলেন না, তাও বলেন। কিন্তু গোয়েন্দা সংস্থা তাঁর কোনও যুক্তিকেই মেনে নেয়নি। আদালতেও তাঁর বিরুদ্ধে বারবার যুক্তি খাঁড়া করেছে। এবার আরও বড় দাবি করে সিবিআই আদালতে জানাল, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িটাই দুর্নীতির ঘাঁটি ছিল! সেখানে নাকি একাধিক ‘মিডলম্যান’দের সঙ্গে বৈঠকও করতেন পার্থ চট্টোপাধ্যায়। 

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয় পার্থকে। সেই শুনানিতেই সিবিআই দাবি করে, নিজের নাকতলার বাড়ির এক তলায় অফিস চালাতেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে একাধিক ‘মিডলম্যান’দের সঙ্গে বৈঠক হত তাঁর। তদন্তকারী সংস্থার বিস্ফোরক দাবি, মিডলম্যানেরা যে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন, তাঁদের নাম স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের কাছে পাঠাতেন পার্থ। এই কারণেই সুবীরেশকে নিয়ম ভেঙে নিয়োগ করা হয়েছিল বলে দাবি তাদের। 

যদিও এদিনও পার্থের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের কোনও নিয়োগের ক্ষেত্রেই কোনও ভূমিকা ছিল না। বর্তমানে তাঁর শরীর ভালো নয়, এই বলে ফের জামিনও চান তিনি। এদিন পার্থ চট্টোপাধ্যায় আবার নিজের জন্য অ্যাসিন্ট্যান্ট রাখার আর্জি জানান। বলেন, শরীর ভাল যাচ্ছে না। অ্যাসিন্ট্যান্ট থাকলে ভাল হয়। তাঁর জামিনের আর্জি খারিজ করে আদালত জানিয়েছে, অ্যাসিন্ট্যান্ট রাখার বিষয়টি জেল কর্তৃপক্ষ ঠিক করবে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =