কলকাতা: নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন ম্যাথু স্যামুয়েল৷ শহর কলকাতায় তাঁর ওপর হামলা হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে সিবিআইকে চিঠি দেন নারদকর্তা৷ এরপর ম্যাথুর নিরাপত্তা বাড়ানো হয়৷ পর্যান্ত নিরাপত্তার পর নারদ স্টিং অপারেশনে হোতা ম্যাথু নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দেন৷ পরে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সিবিআই ডেকেছে তিনি এসেছেন৷ তবে কী নিয়ে জিজ্ঞাসাবাদ করা করা হল? প্রশ্ন জবাব এড়িয়েছেন নারদকর্তা৷
কীভাবে চলছে তদন্ত? উত্তরে ম্যাথু জানান, গত দু’বছরে বহুবার তিনি সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন৷ ফলে, তদন্ত কেমন চলছে, তা বোঝা যাচ্ছে৷
সিবিআই সূত্রে খবর, নারদ কাণ্ডে চার্জশিট পেশ করার প্রস্তুতি শুরু করেছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা৷ তবে ম্যাথুর দেওয়া ভিডিও ফুটেজ পরীক্ষা সংক্রান্ত কিছু প্রযুক্তিগত সমস্যা থাকায় চার্জশিট তৈরি করতে সমস্যা হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার৷ সূত্রের খবর, সিবিআইয়ের চার্জশিটে থাকতে পারেন বহু রথী-মহারথীর নাম৷