সবাই ‘ফেল’ করেও একই দিনে চাকরি ২৯ জনের! CBI তদন্তে ফাঁস ‘পাঁচুর কীর্তি’

কলকাতা: সাদা খাতা জমা দিয়ে শিক্ষক বা শিক্ষাকর্মী পদে চাকরি পাওয়ার অভিযোগ ভূরি ভূরি। ফাঁকা ওএমআর শিটের কথাও নতুন নয়। এবার আরও এক দুর্নীতির তদন্তে…

কলকাতা: সাদা খাতা জমা দিয়ে শিক্ষক বা শিক্ষাকর্মী পদে চাকরি পাওয়ার অভিযোগ ভূরি ভূরি। ফাঁকা ওএমআর শিটের কথাও নতুন নয়। এবার আরও এক দুর্নীতির তদন্তে উঠে এল এমনই এক অভিযোগ। যেখানে কিনা ফেল করেও হয়েছে চাকরি! পুর নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারিতে চোখ কপালে সিবিআই কর্তাদের৷ সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থা চার্জশিট পেশ করেছে। কোথায়, কত বেআইনি নিয়োগের হয়েছে সেই তথ্যও উল্লেখ করা হয়েছে। সেই তালিকায় প্রথমেই উঠে এসেছে দক্ষিণ দমদম পুরসভার নাম।

 

এছাড়াও তালিকায় রয়েছে টিটাগড়, রানাঘাট, কৃষ্ণনগর, বরানগর সহ একগুচ্ছ পুরসভার নাম। আর এইসব অবৈধ নিয়োগের নেপথ্যে ছিল দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়৷ তাঁর আমলেই হয়েছিল এই ঘোটালা৷

তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন, ২০২০ সালে দক্ষিণ দমদম পুরসভায় গ্রুপ সি ও ডি পদে একই দিনে ২৯ জনকে নিয়োগ করা হয়েছিল। তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ছিল এক (৫৫)৷  আর মৌখিক পরীক্ষায় সকলেই ফেল করেছিলেন।