কয়লা পাচার মামলায় রুজিরাকে জিজ্ঞাসাবাদ, অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ CBI

কয়লা পাচার মামলায় রুজিরাকে জিজ্ঞাসাবাদ, অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ CBI

কলকাতা:  কয়লাপাচার-কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে ‘শান্তিনিকেতন’ পৌঁছল সিবিআই। ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররাও। সেই দলে রয়েছেন মহিলা গোয়েন্দারাও। এদিকে, আজই ত্রিপুরায় রওনা হওয়ার কথা তৃণমূল সাংসদের।

আরও পড়ুন- কংগ্রেস-তৃণমূলের ‘স্নায়ুযুদ্ধে’ কি টালমাটাল বিরোধী জোটের তরী? মমতার সফরের আগে প্রশ্ন

কয়লাপাচার-কাণ্ডে এর আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অভিষেক-পত্নীকে দিল্লিতে তলব করেছিল এমফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু, সেই বারবারই সেই তলব এড়িয়ে গিয়েছেন রুজিরা৷ ছোট ছোট দুই সন্তানকে কলকাতায় ফের তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলেও জানিয়েছিলেন৷ অন্যদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়ানোয় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। তবে এর আগেও অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে একবার জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

তবে কয়লা পাচার মামলায় বেশ কয়েক বার দিল্লিতে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সেখানে তাঁকে দীর্ঘ জেরা করা হয়েছে৷ পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির করার অভিযোগও তুলেছেন তিনি৷ তাঁর দাবি ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করুক৷ এই মর্মে আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থও হন অভিষেক-রুজিরা। সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট অভিষেক ও রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি-কে নির্দেশ দেয়৷