কয়লা কাণ্ডে রাজ্যে প্রথম গ্রেফতার, CBI-এর জালে লালার চার সঙ্গী

কয়লা কাণ্ডে রাজ্যে প্রথম গ্রেফতার, CBI-এর জালে লালার চার সঙ্গী

f28c6b375c1c0c9ad698537d07381040

কলকাতা:  কয়লা পাচার কাণ্ডে রাজ্যে সিবিআই-এর প্রথম গ্রেফতার৷ কয়লা কাণ্ডের অন্যতম পাণ্ডা অনুপ মাজি ওরফে লালার চার সঙ্গীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আসানসোল-বাঁকুড়ার এই চার কয়লা মাফিয়া হল জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দ, গুরুপদ মণ্ডল এবং নীরদ মণ্ডল৷ এই চারজনকে আজ আসানসোল আদালতে তোলা হয়৷

আরও পড়ুন- বন্ধুকে সকালের আদরে ভরিয়ে দিলেন সায়নী, শেয়ার করলেন ভিডিয়ো

এই চার জনকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই৷ এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর তরফে আদালতে বলা হয়, বেআইনি ভাবে কয়লার ব্যবসা করে ১৩৭৪ কোটি টাকা তুলেছে এই মাফিয়ারা৷ সেই টাকা কোথায় গেল, তা খুঁজে বার করতে হবে৷ সিবিআই-এর অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় এই চার কয়লা মাফিয়া তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করে৷ সঠিক ভাবে তাঁদের প্রশ্নের উত্তরও দিচ্ছেলেন না৷ সিবিআই-এর তরফে আরও জানানো হয়, ধৃত চার ব্যক্তিও লালার সিন্ডিকেটে ছিল৷ তারা এক কথায় লালার সঙ্গী৷ তাই তাদের পুলিশি হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে৷ 

সিবিআই অফিসাররী মনে করছেন,  ধৃতেরা দীর্ঘ দিন ধরেই কয়লা পাচার চক্রের সঙ্গে জড়িত। তারা মূলত পরিত্যক্ত খাদান থেকে কয়লা তুলে তা বিভিন্ন জায়গায় পাঠানোর কাজ করত। তাদের সঙ্গে প্রশাসনিক স্তরের এবং  প্রভাবশালী কোনও ব্যক্তি জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাছ থেকে অনেক তথ্য মিলবে বলে মনে করছে সিবিআই৷ 

আরও পড়ুন- ইস্যু পিস্তল! ‘দিলীপ কাণ্ডে’ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

অন্যদিকে, আদালতে এই চার কয়লা মাফিয়ার জামিনের আবেদন জানান তাদের আইনজীবীরা৷ তাঁদের বক্তব্য ছিল, তাদের মক্কেলরা অনেক দিন আগেই কয়লার ব্যবসা ছেড়ে দিয়েছেন৷ বর্তমানে তাঁরা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *