×

রঞ্জন ওরফে চন্দন গ্রেফতার, নিয়োগ কাণ্ডে পদক্ষেপ করল সিবিআই 

 
chandan

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আবার গ্রেফতারি। এবার বাগদার বাসিন্দা সেই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের একটি ভিডিও বার্তায় এই রঞ্জনের নাম পাওয়া গিয়েছিল। তারপর থেকেই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে তাঁর নাম জুড়ে যায়। কিন্তু প্রথম দিকে তাঁর খোঁজ পাচ্ছিল না সিবিআই। পরে কলকাতা হাইকোর্টে হাজিরাও দিয়েছিলেন রঞ্জন। এখন তাঁকেই গ্রেফতার করা হল। 

আরও পড়ুন- কয়লা পাচার মামলায় CBI-এর দ্বিতীয় নোটিসে সাড়া, নিজাম প্যালেসে শওকত মোল্লা

দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালে রঞ্জনকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিলেন সিবিআই তদন্তকারীরা। কিন্তু তাঁদের অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে গিয়েছেন চন্দন। কোনও প্রশ্নের সোজাসুজি উত্তর দেননি, এড়িয়ে গিয়েছেন। তাই শেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এই রঞ্জনের বিরুদ্ধে মূলত টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ আছে। যদিও তা তিনি কলকাতা হাইকোর্টে অস্বীকার করেছিলেন। 

গত বছর জুলাই মাসে কলকাতা হাইকোর্টে হাজিরা দেন চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। সেখানে তিনি দাবি করে বলেন, তিনি কারোর থেকে টাকা নেননি, কাউকে চাকরিও দেননি। সেই সময়ও অবশ্য সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন, চন্দন সিবিআই তদন্তের কোনও অসহযোগিতা করেননি। এখনও সেই একই অভিযোগ উঠল চন্দনের বিরুদ্ধে।  

From around the web

Education

Headlines