প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! এক তৃণমূল নেতা গ্রেফতার

প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! এক তৃণমূল নেতা গ্রেফতার

কলকাতা: চিটফান্ড কাণ্ডে আরো এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বর্ধমান পুর প্রশাসক মন্ডলীর সদস্য প্রণব চট্টোপাধ্যায় নামের এক নেতাকে গ্রেফতার করেছে তারা। ওই নেতার বিরুদ্ধে পৌনে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই গ্রেফতারের পর স্বাভাবিকভাবেই হইচই সৃষ্টি হয়েছে কিন্তু অভিযুক্তের স্ত্রীর দাবি তারা এই ব্যাপারে কিছুই জানেন না।

এই গ্রেফতারি প্রসঙ্গে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, বর্ধমান সানমার্গ নামে এক চিটফান্ড সংস্থাকে অবৈধভাবে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই তৃণমূল নেতা। এর প্রেক্ষিতে ধাপে ধাপে প্রায় চার কোটি টাকা নিয়েছেন তিনি। সিবিআই ওই নেতার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে এই বিষয়ে জানতে পেরেছেন কিন্তু ঘাসফুল নেতা এই অর্থের ব্যাপারে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এই কারণেই তাকে গ্রেফতার করেছে সিবিআই। পাশাপাশি আরও জানা গিয়েছে, কখনো দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে আবার কখনো দোকান ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন ওই তৃণমূল নেতা।

গোটা বিষয় নিয়ে ওই নেতার স্ত্রী জানিয়েছেন যে এই ব্যাপারে তারা কিছুই জানেন না প্রথম থেকে। তিনি গোয়েন্দাদের জানিয়েছেন, প্রথম প্রথম ওই সংস্থা তাদের বাড়িতে ঘর ভাড়া নিয়ে ব্যবসা করত কাপড়ের। কিন্তু পরে তারা অন্য ব্যবসা শুরু করায় ওই সংস্থার সঙ্গে তারা সম্পর্ক রাখেননি। কিন্তু এখন তিনি জানতে পারছেন ওই সংস্থাকে সুবিধা দিতেই টাকা নিতেন তার স্বামী। অবাক ওই মহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =