গ্রেফতার ফিরহাদ-মদন-সুব্রত-শোভন! CBI-কে ছাড়পত্র দিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য!

গ্রেফতার ফিরহাদ-মদন-সুব্রত-শোভন! CBI-কে ছাড়পত্র দিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য!

 

কলকাতা: নারদা কান্ডে সোমবার সকালে রাজ্যের চার হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করল সিবিআই। সকাল থেকেই এই ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। নারদা কাণ্ডে এদিন গ্রেফতার হয়েছেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়। বেআইনিভাবে চার তৃণমূল নেতাকে গ্রেফতার করা নিয়ে অভিযোগ জানিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সমর্থকরা। হইহই কান্ড নিজাম প্যালেসে সিবিআই দফতরে। একের পর এক তৃণমূল নেতা এসে পৌঁছেছেন সেখানে।

তবে এই গ্রেফতারি সম্পূর্ণভাবে আইনি পথেই করা হয়েছে বলে জানিয়েছেন বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, “আমার মতে এই গ্রেফতারি সম্পূর্ণ আইনি মতে হয়েছে। অভিযুক্তদের নামে ফৌজদারি মামলা ছিল। সেই মামলা হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টেও বহাল থেকেছে। এই নিয়ে তদন্ত করেছে সিবিআই। আমার মতে এই ধরনের অপরাধে গ্রেফতারের জন্য কোনোরকম অনুমোদন লাগে না। লোকসভার স্পিকারের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল। বিধানসভার অধ্যক্ষের অনুমোদন প্রথাগতভাবে প্রয়োজন পড়ে। কিন্তু যখন বিধানসভা ছিলনা তখন রাজ্যপাল অনুমোদন দিয়েছেন। ঠিক কাজই করেছেন। সিবিআইও আইনি পথে ঠিক কাজ করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + three =