করোনা কাঁটা: আপাতত হাজিরা নয়, পাঠানো হবে না নোটিশ! জানালো সিবিআই-ইডি

করোনা কাঁটা: আপাতত হাজিরা নয়, পাঠানো হবে না নোটিশ! জানালো সিবিআই-ইডি

কলকাতা: করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সকলের কপালে চিন্তার ভাঁজ। দিনপ্রতি সংক্রমণ এবং মৃত্যু যেভাবে বাড়ছে তাতে আতঙ্কিত প্রত্যেকটি মানুষ। অবশ্যই এই আতঙ্ক থেকে বাদ যায়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরাও। সেই কারণে এবার বড়োসড়ো সিদ্ধান্ত নেওয়া হল তাদের তরফে। সূত্রের খবর, সিবিআই এবং ইডির তরফে জানানো হয়েছে যে, আপাতত কাউকে হাজিরা দিতে বলা হবে না এবং নোটিশ পাঠানো হবে না। সংক্রমণ আটকানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, শেষ পাওয়া খবর অনুযায়ী, সিবিআই দফতরে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ১৬ জন আধিকারিক।

গোয়েন্দা সংস্থার অন্দরে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আপাতত কাউকে হাজিরার জন্য তলব করা হবে না বলেই জানানো হয়েছে। একইসঙ্গে এই সময় কাউকে নোটিশ পর্যন্ত পাঠানো হবে না। সূত্রের খবর, আপাতত যাদের তলব করা হয়েছিল তাদের হাজিরার দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। সিবিআই সূত্রের খবর, এই মুহূর্তে তাদের দফতরের অবস্থা শোচনীয়। একাধিক আধিকারিক ভাইরাস আক্রান্ত হওয়ার পাশাপাশি ৫০ শতাংশ হাজিরা দিয়ে সপ্তাহে চারদিন অফিস চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এদিকে আবার বেশ কয়েকজন আধিকারিক বাড়ি থেকেই কাজ করছেন। তাই এই সময়ে নতুন করে কাউকে তলব করে জিজ্ঞাসাবাদ করা ঝুঁকিপূর্ণ বলেই মনে করছে তারা। এতে সংক্রমণ বৃদ্ধির ভয় থেকে যাচ্ছে। তাই আপাতত আগামী বেশ কয়েক দিনের জন্য কাউকে আর তলব করা হবে না বলে জানানো হয়েছে। 

যদিও নতুন করে হাজিরা বা নোটিশ পাঠানো না হলেও তদন্ত যেভাবে চলছে সেভাবেই চলবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। এতদিন ধরে যাদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই প্রেক্ষিতে তদন্ত চালু থাকবে। শুধুমাত্র নতুন করে কাউকে তলব এবং নোটিশ পাঠানো হবে না। যদিও এই নিয়ম নিজাম প্যালেসে কার্যকর হবে কিনা তা এখনও জানা যায়নি। সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছিল গোয়েন্দা সংস্থা। তিনি স্পষ্ট জানিয়ে ছিলেন যে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে তিনি এখন হাজিরা দিতে যাবেন না। কয়েকদিন সময় চেয়ে নিয়েছেন তিনি গোয়েন্দা সংস্থাদের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 11 =