চিটফান্ড তদন্তে নয়া কৌশল CBI-এর, তদন্তকারী ২ কর্তাকে বদলি!

চিটফান্ড তদন্তে নয়া কৌশল CBI-এর, তদন্তকারী ২ কর্তাকে বদলি!

কলকাতা: চিটফান্ড তদন্তের গতি বাড়াতে এবার আধিকারিক পর্যায়ে রদবদল ঘটায় সিবিআই৷ ২০২০ সালের মধ্যেই চিটফান্ড তদন্ত জাল গোটাতে মরিয়া সিবিআই৷ আর সেই কারণে ২ জন এসপি পদমর্যাদার অফিসার নিয়োগ সিবিআইয়ের৷ গতকাল সারাদেশে সিবিআইয়ের মোট ১৯ জনকে বদলি করা হয়েছে৷ তার মধ্যে বাংলার দু’জন চিটফান্ড তাদন্তের দায়িত্বে ছিলেন৷ দুই আধিকারিককে বদলি করে দু’জন এসপি পদমর্যাদার আধিকারিককে নিয়োগ করা হয়েছে বলে খবর৷

সিবিআই সূত্রে খবর, কলকাতা থেকে সরানো হয়েছে ডিআইজি অভয় সিংকে৷ বদলি করা হয়েছে চিটফান্ড তদন্তকারী অফিসার পার্থ মুখোপাধ্যায়কে৷ তাঁদের বদলে দায়িত্ব দেওয়া হয়েছে দুই এসপি পদমর্যাদার আধিকারিককে৷ তদন্তকারী আধিকারিকদের বদলি ঘিরে শুরু হয়েছে জল্পনা৷

জানা গিয়েছে, চলতি বছরের মধ্যেই চিটফান্ড তদন্তের জাল গোটাতে প্রস্তুতি নিতে শুরু করেছে সিবিআই৷ ইতিমধ্যেই এই নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছে সিবিআই৷ দীর্ঘ দিন ধরে চলছে তদন্ত৷ এই নিয়ে দিল্লির কর্তারাও বিরক্ত৷

সূত্রের খবর তদন্ত, আধিকারিক পর্যায়ে রদবদল ঘটিয়ে তদন্তে গতি বাড়াতে চলেছে সিবিআই৷ আর এই নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা৷ কেননা, চলতি বছরে পুরসভার নির্বাচন এরপর রয়েছে৷ তারপর বাংলা বিধানসভা নির্বাচন৷ নির্বাচনের আগে সিবিআই তদন্তে রদবদল ঘিরে শুরু হয়েছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *