একটু হলেও বাড়ছে কোভিড, বঙ্গের পজিটিভিটি রেটেও বৃদ্ধি

একটু হলেও বাড়ছে কোভিড, বঙ্গের পজিটিভিটি রেটেও বৃদ্ধি

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছিল বিগত কিছুদিন ধরেই। তবে আবার যেন একটু একটু করে বাড়ছে উদ্বেগ। আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৬০ ছুঁইছুঁই। তবে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৭৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

আরও পড়ুন: ‘মাঙ্কিপক্স’ এল কোথা থেকে? গবেষণা নাকি কোভিড ভ্যাকসিন, তরজা তুঙ্গে

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ৫০১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৪ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৭ হাজার ৯২২ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৭৫৩ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ২৩ হাজার ১২১ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে দেশে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭১২ জন। যার মধ্যে মহারাষ্ট্রের বাসিন্দা ১ হাজার ০৮১ এবং দক্ষিণের রাজ্য কেরলের বাসিন্দা ১ হাজার ১৯৭। এই দুই রাজ্যেই মাত্র একদিনে প্রায় দ্বিগুণ হয়েছে দৈনিক সংক্রমণের হার। আর তার জেরেই দেশের করোনা গ্রাফে এসেছে ব্যাপক পরিবর্তন। যদিও একদিনে করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫৮৪ জন। আগের দিনের থেকে অনেকটাই বেড়েছে সুস্থতার হার। তবে একইভাবে দেশের সংক্রমণের হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =