মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চাই, কেকে’র প্রয়াণ নিয়ে জনস্বার্থ মামলা

মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চাই, কেকে’র প্রয়াণ নিয়ে জনস্বার্থ মামলা

কলকাতা: কেকে’র মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হতে চলেছে। প্রয়াত সঙ্গীতশিল্পীর মৃত্যুর কারণ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার সম্ভাবনা আগামী সোমবার। আইনজীবী সৌম শুভ্র রায় জনস্বার্থ মামলার বিষয় নিয়ে নিরপেক্ষ তদন্তের আর্জি তো বটেই পাশাপাশি ৫০০ মিটারের মধ্যে পুলিশ স্টেশন থাকা সত্বেও কেন ঘটনাস্থলে তারা গেল না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন- আগামী বছর মাধ্যমিক কবে? পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করলেন পর্ষদ সভাপতি

তাঁর আরও প্রশ্ন আয়োজক সংগঠনের পক্ষ থেকে কেন সেখানে ২ হাজার ৫০০ জনের আসন সংখ্যা রয়েছে জেনেও ৭ হাজার ৫০০ টিকিট বিলি করলেন। একই সঙ্গে তাঁর এও প্রশ্ন, সেখানে যে ধরণের আলো লাগানো হয়েছিল তাতে শারীরিক সমস্যা হতে পারে জেনেও কেন চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখলো না। যদিও ঘটনাস্থলে পরিদর্শন করে অনিয়ন্ত্রিত ভিড়ের কথা স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। কিন্তু বলেন, সেদিন নাকি এসি চলছিল। সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, অনুষ্ঠানে আড়াই হাজারের বেশি দর্শক চলে এসেছিলেন। তবে ভিড় হঠাতে অগ্নি নির্বাপকের ব্যবহার হয়েছিল। যদিও এসি ভিতরে চলেছে বলেই দাবি করেছেন তিনি।

পাশাপাশি এও জানিয়েছেন, এবার থেকে আলাদা রকম ব্যবস্থা করা হবে এইসব অনুষ্ঠানে। মাত্রাতিরক্ত ভিড়ের মতো এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে নজর রাখা হবে। অনুষ্ঠান স্থলে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =