Aajbikel

কসবার স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় হাইকোর্ট মামলা, বড় অভিযোগ পুলিশের বিরুদ্ধে

 | 
হাইকোর্ট

কলকাতা: কসবার এক স্কুলে দশম শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় আলোড়ন চলছে এখনও। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ করেছেন ছাত্রের বাবা। ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ১২০বি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। সেই ভিত্তিতেই তদন্ত চলছে। এবার জানা গেল, ছাত্রের মৃত্যুতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং সেটাও আবার পুলিশের বিরুদ্ধে। বড় অভিযোগ এনেছে মৃত ছাত্রের পরিবার। 

স্কুলের পাঁচ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। স্কুল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, সে আত্মহত্যা করেছে। কিন্তু ছাত্রের বাবার বক্তব্য, মানসিক চাপ সৃষ্টি করে তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। তাঁর অনুমান স্কুলের মধ্যে তার ছেলে মেরে পরে পাঁচতলা থেকে ফেলে দেওয়া হয়েছে! তবে এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করলেও এখন তারা ঠিক মতো কাজ করছে না বলে বিস্ফোরক অভিযোগ করছে মৃত ছাত্রের পরিবার। ছেলে হারানো অসহায় মায়ের দাবি, পুলিশকে বারবার বলা সত্ত্বেও ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না। এছাড়া ময়নাতদন্তের রিপোর্টও দেওয়া হচ্ছে না। তার জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। 

জানা গিয়েছে, বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলাটি দায়ের হয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা। পরিবার স্পষ্ট জানিয়েছে, শেষবার তাঁদের ছেলেকে যে ঘরে দেখা গিয়েছিল, তার কোনও ফুটেজ দেখানো হচ্ছে না। সেই ফুটেজ আদতে আছে কিনা তা নিয়েও প্রশ্ন। অথচ পরিবারের সম্পূর্ণ অধিকার আছে সেই ঘটনা জানার। এক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।

Around The Web

Trending News

You May like