কলকাতা: ১০০ দিনের কাজের টাকা পাওয়া যায়নি। এবার এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। টাকা বকেয়া নিয়ে অনেকদিন ধরেই সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এও দাবি করা হয়েছে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রকে চিঠি লেখার পরও সেই টাকা মেলেনি। কেন্দ্রর বিরুদ্ধেই এবার কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা।
আরও পড়ুন- BJP চায় না চাকরি হোক, ওদের পিঁপড়ে কামড়ায়, বাম আমলে শিক্ষকের চাকরি বিকোত ১০-১৫ লাখে, মমতা
আসলে কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্বের মাঝে উন্নয়নমূলক প্রকল্পের টাকা পাঠানো আপাতত স্থগিত। বিশেষত গ্রামোন্নয়নের নানা কাজে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ অর্থ পাওয়া না গেলে কাজ এগোনো অসম্ভব হয়ে উঠছে। এমনটাই দাবি করেছে বাংলার শাসক দল। আদালতের আবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির কথা তুলে ধরা হয়েছে। উল্লেখ করা হয়েছে, এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা বকেয়া। তাই কাজ করতে অসুবিধা হচ্ছে। জানা গিয়েছে, এই মামলাটি গৃহীত হয়েছে আদালতে। শুনানি কবে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সম্প্রতি ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও এই ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর বক্তব্য ছিল, বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না মোদী সরকার। গরিব মানুষগুলো গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছে না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন আমার হকের টাকা বন্ধ করে দিলেন? ভোটে হেরেছেন বলে ভাতে মারার চেষ্টা করবেন? ১০০ দিনের কাজের টাকা যদি না দেয় বিজেপি সরকার, দিল্লি গিয়ে আপনাকে ঘেরাও করব।