কালী ও জগদ্ধাত্রী পুজোর ভিড় এড়াতে মামলা, ‘কেউ ডিসিপ্লিনড নয়’, বিরক্ত হাইকোর্ট

কালী ও জগদ্ধাত্রী পুজোর ভিড় এড়াতে মামলা, ‘কেউ ডিসিপ্লিনড নয়’, বিরক্ত হাইকোর্ট

 কলকাতা: কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় ভিড় রুখতে মামলার আবেদন৷ সাড়া দিল হাইকোর্ট৷ আগামীকাল মামলার শুনানি হবে। দুর্গা পুজোয় যে ছবি দেখা গিয়েছিল, তাতে কার্যত বিরক্ত কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি শিবকান্ত প্রসাদ এদিন স্পষ্ট বলেন, হাইকোর্টের নির্দেশ মানার মতো এখানে কেউ ডিসিপ্লিনড নয়। পাশাপাশি তাঁর প্রশ্ন, দুর্গা পুজোয় যে ভাবে ভিড় হয়েছে তা নিয়ন্ত্রণ করার জন্য কোনও পদক্ষেপ করা হয়নি কেন? 

আরও পড়ুন- আরও মহার্ঘ LPG! এক ধাক্কায় ২৬৬ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

প্রসঙ্গত, কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় দুর্গাপুজোয় পুনরাবৃত্তি যাতে না হয়, সেই মর্মেই আজ এই মামলার আবেদন করা হয়েছে৷ আদালত তাতে সায়ও দিয়েছে৷ ফলে আজই মামলা দায়ের করা হবে এবং আগামীকাল হবে শুনানি৷ আদালত এখন কী নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে৷ প্রসঙ্গত, উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায় কালিপুজোয় ভিড় লক্ষ্য করা যায়৷ অন্যদিকে, হুগলির চন্দননগর ও নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত৷ দূর দূর থেকে মানুষ পুজো দেখতে আসেন৷ সেই ভিড় রুখতেই মামলার আর্জি৷ আবেদনকারীদের বক্তব্য, ভিড় নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহণ করুক হাইকোর্ট৷ এই বিষয়ে আগামীকাল শুনানি হবে বিচারপতি শিবকান্ত প্রসাদের ডিভিশন বেঞ্চে৷ 

এদিকে দুর্গাপুজোর পর থেকেই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ৷ রাজ্যেও করোনার গ্রাফ উর্ধ্বমুখী৷ এরই মধ্যে চালু হয়ে গিয়েছে লোকাল ট্রেন৷ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়৷ এই পরিস্থিতিতে কালিপুজো ও জগদ্ধাত্রী পুজোয় ভিড় নতুন করে উদ্বেগ বাড়াবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =