কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং একই সঙ্গে জরুরি অবস্থা জারি করতে হবে, এই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। মামলাকারীর বক্তব্য, রাজ্যের এখন যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতি শাসন জারি না করা ব্যতীত কোনও উপায় নেই। এভাবেই একমাত্র নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করা সম্ভব। তাই কেন্দ্রীয় সরকার যাতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার ব্যবস্থা করে সেই আর্জি জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।
নির্বাচন কমিশন রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা করার পর থেকে বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। বলা ভাল এখনও ঘটছে। ইতিমধ্যে মৃত্যুও হয়েছে একাধিক। তাই এই আবহে ভোট হলে আরও মানুষের প্রাণ যাবে, এই দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন ওই আইনজীবী। তাঁর এও অভিযোগ, সাধারণ মানুষের স্বার্থ দেখছে না নির্বাচন কমিশন এবং তাদের উপযুক্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে না। সুতরাং এই পরিস্থিতিতে রাজ্যে ভোট হতে পারে না। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাকারীদের বক্তব্য শুনে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
৮ জুলাই পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই সব রাজনৈতিক দল প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে মনোনয়ন পর্ব শেষে প্রচারও শুরু হয়ে গিয়েছে। রাজ্যে কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও চলে এসেছে আদালতের নির্দেশ আসার পর। এই পরিস্থিতিতে আদৌ ভোট বাতিল সম্ভব কিনা তা জানার কৌতূহল সকলের। দেখা যাক, এই মামলায় বিচারপতি কী রায় দেন।