ইস্যু আফগানিস্তান, অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের কলকাতায়

ইস্যু আফগানিস্তান, অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের কলকাতায়

b0f8f5a513a2a59b9b4712f369045dbf

কলকাতা: ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে। মূলত কিছুদিন আগে আফগানিস্তান ইস্যুতে একটি বিতর্কিত টুইট করেন তিনি সেই টুইটের প্রেক্ষিতেই তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। আর এই পরিপ্রেক্ষিতেই শহর কলকাতায় এক জনৈক ব্যক্তি অভিনেত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানী এবং হিংসা ছড়ানোর অভিযোগ দায়ের করেছেন লালবাজারে। অভিযোগকারীর বক্তব্য, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে ওই টুইট দিয়ে এবং সমাজে তার জন্য নেতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুন- NHRC-এর সুপারিশে স্বীকৃতি, ভোট পরবর্তী অশান্তি মামলায় CBI তদন্তের নির্দেশ হাইকোর্টে

আফগানিস্তান ইস্যুতে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর যে টুইট করেছিলেন তা নিয়ে নেটিজেনদের একাংশের ব্যাপক সমস্যা ছিল। অনেকেরই বক্তব্য ছিল যে আফগানিস্তান ইস্যুতে বক্তব্য রেখে আদতে হিন্দু এবং ভারতকে অপমান করেছেন তিনি। তিনি এমন বক্তব্য রেখেছেন যাতে আঘাত পেয়েছে হিন্দু  ধর্মাবলম্বীরা। সেই কারণে তাকে বয়কট করার আওয়াজ তুলেছিলেন নেটিজেনরা। এবার অভিনেত্রীর বিরুদ্ধে খাস কলকাতায় অভিযোগ দায়ের হল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে।

উল্লেখ্য, আফগানিস্তান এবং তালিবান ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে হিন্দুত্ববাদী সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরেন অভিনেত্রী। তিনি তার টুইটে লিখেছিলেন, ‘হিন্দুত্ববাদী সন্ত্রাস দেখে আমরা চুপ থাকি এদিকে তালিবানি সন্ত্রাস দেখে আমরা শিহরিত হচ্ছি। এদিকে, তালিবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমাদের মুখে কুলুপ।’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *