সুন্দরবনের মৎস্যজীবী পরিবারগুলি বিপন্ন, রাজ্যকে কাঠগড়ায় তুলে মামলা হাইকোর্টে

সুন্দরবনের মৎস্যজীবী পরিবারগুলি বিপন্ন, রাজ্যকে কাঠগড়ায় তুলে মামলা হাইকোর্টে

6f415d6d113462317c3eae560fb2018a

কলকাতা: সুন্দরবন অঞ্চলের পরিবারগুলি নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার অভাব রয়েছে। তাই ক্ষতিগ্রস্থ হওয়ার পরেও তারা কোনও সাহায্যই পাচ্ছে না। এই ইস্যুতে নবান্নকে কাঠগড়ায় তুলে দায়ের হল জনস্বার্থ মামলা। কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন এক আইনজীবী। ঠিক কী কারণে এই মামলা তাও স্পষ্ট করা হয়েছে।

আরও পড়ুন- সীমান্ত পেরিয়ে ঢুকছে রুশ ট্যাঙ্কবাহিনী! রাশিয়ার কাছে ইউক্রেন সেনার আত্মসমর্পন?

সুন্দরবন অঞ্চলে বাঘের জানায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে কোনও উপযুক্ত পরিকল্পনা নেই রাজ্য সরকারের। তাই ওই সব মৎস্যজীবী পরিবার আজ বিপর্যস্ত। পরিবারের কেউ কেউ বাঘের হানায় প্রাণ হারান, আবার কেউ বাঘের হানায় শারীরিক ভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছেন। মামলাকারী আইনজীবীর দাবি, সঠিক পরিকল্পনার প্রয়োজন এই পরিবারগুলোর জন্য। কিন্তু রাজ্য সরকারের কাছে সেই পরিকল্পনা নেই। এই জন্যই পরিবার গুলির পাশে দাঁড়াতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

এদিকে রাজ্য সরকারের দাবি, উপযুক্ত পরিকল্পনা রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য। তবে ওই পরিবারগুলি রাজ্যের বন আইন অনুযায়ী নিষিদ্ধ স্থানে গিয়ে বাঘের হানার কবলে পড়েন। নিষিদ্ধ স্থানে আক্রান্ত হলে রাজ্য সরকারের আর্থিক সাহায্যের প্রশ্ন ওঠে না। প্রধান বিচারপতির নির্দেশে পরিবারগুলি নিয়ে রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তার রিপোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৫ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *