SP-কে হুমকি, ফোনে আড়ি, শুভেন্দুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের

SP-কে হুমকি, ফোনে আড়ি, শুভেন্দুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের

62e44d44c04639a701a0390f9c377730

কলকাতা: তমলুকের সভা থেকে এসপি-কে হুমকি৷ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তমলুক থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ৷ গতকাল তমলুকে পুলিশ এসপি-কে হুমকি দেন বিরোধী দলনেতা৷ তিনি বলেন, কারা ওঁকে ফোন করছে খবর আছে৷ এর পরেই বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷  

আরও পড়ুন- চা বাগানের জমিতে ‘অনুমতি ছাড়াই’ বাড়ি! আবারও বিতর্কে জন বার্লা

সরকারি কাজে বাধা, কোভিড বিধি উপেক্ষা করে জমায়েত, পুলিশের ফোনে আড়ি পাতা সহ একাধিক অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ গতকাল শুভেন্দু বলেন,  ‘‘একটা বাচ্চা ছেলে এখানে এসপি হয়ে এসেছে৷ আমি পুরোন খেলোয়ার৷ তাঁর উদ্দেশে বলতে চাই আপনি কেন্দ্রীয় সরকারের অফিসার৷ এমন কোনও কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারামুলায় গিয়ে ডিউটি করতে হয়৷’’ তিনি আরও বলেন, ‘‘ সাবধানে চলুন, ভদ্রভাবে চলুন৷ ভাইপোর অফিস থেকে কারা ফোন করছেন, সবটাই জানা আছে৷ তাঁদের প্রত্যেকের কল রেকর্ড আমার কাছে রয়েছে৷ আপনাদের কাছে রাজ্য সরকার থাকলে আমাদের কাছে কেন্দ্রীয় সরকার আছে৷’’  এই হুমকির প্রেক্ষিতেই তমলুক থানায় স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ৷ 

উল্লেখ্য, গতকাল জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপি’র পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশনের আয়োজন করা হয়েছিল৷ ভোট পরবর্তী মামলা এবং বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তাঁরা৷ এর প্রেক্ষিতেই ঘেরাও কর্মসূচি ও ডেপুটেশনের কর্মসূচি নেয় গেরুয়া নেতারা৷ সেখানে অন্যান্য বিধায়কদের সঙ্গে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও৷ ওই সভায থেকে তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে৷ জেলা পুলিশ সুপার অমরনাথ কে-র বক্তব্য, গতকাল ওই বক্তব্যে তাঁকেও আক্রমণ করা হয়েছে৷ অন্যান্য পুলিশ কর্মীদেরও আক্রমণ করা হয়েছে৷ পাশাপাশি করোনা বিধি জারি রয়েছে রাজ্যে৷ একসঙ্গে ৫০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ এদিনের সভায় সেই নিয়ম লঙ্ঘন করা হয়েছে৷ এমনকী তাঁর কাছে ফোন রেকর্ড থাকার দাবিও জানিয়েছেন৷ 

আরও পড়ুন- বিধ্বংসী অগ্নিকাণ্ড রাসায়নিক কারখানায়, মহেশতলায় জখম একাধিক

এই ঘটনায় কুণাল ঘোষ বলেন, পুলিশ অফিসারকে কেন্দ্রীয় সরকারের ভয় দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে৷ এটা অত্যন্ত আপত্তিকর৷ সরকারি কর্মীদের কাজে বাধা বা হুমকি দেওয়া বিধি ভঙ্গের সামিল৷ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত৷ তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী নির্লজ্জ৷ নারদা ঘুষকাণ্ডে তাঁর বিরুদ্ধেই সিবিআই-এর এফআইআর রয়েছে৷ তিনি অন্যদিকে সিবিআই তদন্তের ভয় দেখাচ্ছেন৷ তার চেয়েও বড় হল উনি কাল নিজে বলেছেন ওমুকের অফিস থেকে যে ফোন আসছে তার কল লিস্ট, কল রেকর্ডিং সব রয়েছে তাঁর কাছে৷ পেগাসাস বিজেপি’র বিরুদ্ধে যে আড়ি পাতার অভিযোগ উঠেছে তা যে সত্যি, শুভেন্দু অধিকারীর কথা থেকেই তা স্পষ্ট৷ তৃণমূল নেতাদের ফোনে আড়ি পাতা হয়েছে৷ এই চক্রান্তে কারা কারা আছে তা জানতে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে জেরা করে সবটা জানা উচিত৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *