কলকাতা: রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানের ছেলের বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে শুনানি হতে পারে। এই খবরে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে। কিন্তু ঠিক কী কারণে এই মামলা দায়ের হল?
আরও পড়ুন- এক সপ্তাহ পরে কিছুটা কমল সংক্রমণ, দৈনিক আক্রান্তে শীর্ষে বাংলা
জানা গিয়েছে, মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ খানের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, একটি সাত কাঠা জমির উপর বেআইনি ভাবে নির্মাণ করছেন এলাকার কাউন্সিলর ফৈয়াজ। আলিপুর আদালত সেই নির্মাণে অন্তবর্তী স্থগিতাদেশ দিলেও তা মানেননি ফৈয়াজ। এদিকে, বাধা দেওয়ার কারণে মামলাকারী সাবিরকে মারধর করা হয় বলেও অভিযোগ। আবার এও দাবি করা হয়েছে যে, পুলিশের কাছে গিয়েও কোনও সাহায্য মেলেনি।